Bolpur: নামী দোকানের দইবড়া খেয়ে অসহ্য পেটব্যথা-মাথা ঘুরছে, অসুস্থ কমপক্ষে ৫০ জন
Bolpur: দোকানের মালিক মিষ্টি ব্যবসায়ী সংগঠনে সদস্য়দের নিয়ে। তাতে বিক্ষোভকারীদের ক্ষোভ আরও বেড়ে যায়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শখের দইবড়া খেতে গিয়ে প্রবল বিপাকে কমপক্ষে ৫০ জনের বেশি ক্রেতা। এনিয়ে হইচই পড়ে গিয়েছে বোলপুরে। অনেককে আবার ভর্তি হতে হয়েছে হাসপাতালে। অনেকে বলছেন বড় বিপদ থেকে বেঁচেছেন তাঁরা। খবর রটতেই দোকানের সামনে বিক্ষোভ দেখিয়েছেন বহু মানুষ।
আরও পড়ুন-মিড-ডে মিলে মরা টিকটিকি! গুরুতর অসুস্থ ১০ পড়ুয়া
শনিবার বোলপুরের শ্রীনিকেতনের সর্বমঙ্গলা মিষ্টির দোকানে এনিয়ে প্রবল হইচই পড়ে যায়। বহু ক্রেতা এসে অভিযোগ করতে থাকেন দইবড়া খেয়েই তাদের শরীর খারাপ করছে। কী দেওয়া হয়েছে দইবড়ায় তা বলতে হবে। বোলপুরের শ্রীনিকেতন রোডের উপরের ওই দোকানটি বেশ পুরনো ও নামডাক রয়েছে। দোকানে দইবড়ারও সুখ্যাতি রয়েছে এলাকায়। সেই দইবড়া খেয়ে অনেকেই অভিযোগ করতে থাকেন, তাদের মাথা ঘুরছে, পেটে ব্যথা, শরীর কাহিল হয়ে পড়ছে। অনেকেই ভর্তি হয়েছেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাপাতালে।
স্থানীয় মানুষজনের অভিযোগ, কয়েকদিন ধরেই ওই দোকানের দইবড়া খেয়ে অনেকের সমস্য়া হচ্ছিল। গতকাল এলাকার বহু মানুষ ওই মিষ্টির দোকানের সামানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা জোর করে দোকানের শার্টার বন্ধ করে দেন। সেইসময় মিষ্টির দোকানের মালিক মিষ্টি ব্যবসায়ী সংগঠনে সদস্য়দের নিয়ে। তাতে বিক্ষোভকারীদের ক্ষোভ আরও বেড়ে যায়।
ওই দোকানের দইবড়া খেয়ে অসুস্থ কৃষ্ণেন্দু হাজরা বলেন, ওই দোকানের দইবড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তাঁর ভাইঝি। সবে মিলিয়ে ওই দোকানের দইবড় খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৫০ জন। অভিযোগ করার পরও দোকানদারের কোনও হেলদোল নেই। তিনি কারও খোঁজখবর করেননি। আমরা চাই ওই মিষ্টির দোকান মালিকের শাস্তি হোক।
অন্য়দিকে, দোকানের মালিক শ্যামল মণ্ডলের বক্তব্য, প্রায় সত্তর বছর ধরে মিষ্টির ব্যবসা করছি। কখনও কোনও সমস্যা হয়নি। এখন এর পেছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দোকানের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)