আক্রান্ত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার-সহ ৪, অভিযুক্ত তৃণমূল কর্মীরা
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২ জন ক্যাজুয়াল কর্মীকে কন্ট্র্যাচুয়াল কর্মী হিসেবে নিয়োগের দাবিতে এদিন তৃণমূলের বিক্ষোভ চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখানে রেজিস্টার পৌঁছালে আন্দোলন কারীরা বচসায় জড়িয়ে পড়ে। এরপর হঠাৎ করেই তৃণমূলের এক আন্দোলনকারী লাঠি দিয়ে রেজিস্টারের মাথায় আঘাত করে। সেখানেই লুটিয়ে পড়েন রেজিস্টার শুভেন্দু ব্যানার্জী।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের কর্মীদের হাতে আক্রান্ত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শুভেন্দু ব্যানার্জি। তার মাথায় লাঠির বাড়ি মারে তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ। এই ঘটনায় রেজিস্টার ছাড়া আহত আরও ৩। তীব্র উত্বেজনা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
আহত রেজিস্টারকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে কোচবিহারের এম.জে.এন হাসপাতালে। মাথায় আঘাত লেগেছে রেজিস্টারের। গোটা এলাকা ঘিরে রেখেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২ জন ক্যাজুয়াল কর্মীকে কন্ট্র্যাচুয়াল কর্মী হিসেবে নিয়োগের দাবিতে এদিন তৃণমূলের বিক্ষোভ চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখানে রেজিস্টার পৌঁছালে আন্দোলন কারীরা বচসায় জড়িয়ে পড়ে। এরপর হঠাৎ করেই তৃণমূলের এক আন্দোলনকারী লাঠি দিয়ে রেজিস্টারের মাথায় আঘাত করে। সেখানেই লুটিয়ে পড়েন রেজিস্টার শুভেন্দু ব্যানার্জী। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য চিরন্তন চ্যাটার্জী।