তৃণমূল নেতার বাড়িতে হামলা, গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব বিজেপির

বৃহস্পতিবার রাতে স্থানীয় তৃণমূলনেতা রতন দাসের বাড়িতে আচমকাই বোমাবাজি হয় বলে অভিযোগ।

Updated By: Jul 12, 2019, 01:14 PM IST
তৃণমূল নেতার বাড়িতে হামলা, গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব বিজেপির

নিজস্ব প্রতিবেদন:  তৃণমূলনেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের কাউটিয়া গ্রামে। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাঁড়া করেছে বিজেপি নেতৃত্ব।

 

বৃহস্পতিবার রাতে স্থানীয় তৃণমূলনেতা রতন দাসের বাড়িতে আচমকাই বোমাবাজি হয় বলে অভিযোগ। রতন দাসের দাবি, কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুটি তাজা বোমা তাঁর বাড়ি লক্ষ্য করে ছোড়ে বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা। বোমাবাজির জেরে ভেঙে গিয়েছে তাঁর বাড়ির অ্যাসবেসর্টস, বাড়িতে লাগানো দলীয় পতাকাও।

নিম্নমানের সামগ্রীতেই উল্টোডাঙা উড়ালপুলে ফাটল? মেয়রের বক্তব্যে জল্পনা

থানায় অভিযোগ জানানোর পর রাতেই বেলদার উচ্চ পদস্থ পুলিস আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থল পরিদর্শন করেন। রতন দাসের অভিযোগ, তৃণমূল করার ‘অপরাধ’ এই তাঁর বাড়িতে হামলা হয়েছে। যদিও বিজেপির পাল্টা দাবি, দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই রতন দাসের বাড়িতে হামলা হয়েছে।

.