close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

বালি হত্যা রহস্য: স্ত্রীর খণ্ড-বিখণ্ড দেহ ব্যাগে করে রিকশায় চাপিয়ে গঙ্গায় নিয়ে যায় স্বামী!

খুন হওয়া মহিলার পরিচয়ও জানা গিয়েছে । তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়।

Updated: Jul 20, 2019, 11:55 AM IST
বালি হত্যা রহস্য: স্ত্রীর খণ্ড-বিখণ্ড দেহ ব্যাগে করে রিকশায় চাপিয়ে গঙ্গায় নিয়ে যায় স্বামী!

নিজস্ব প্রতিবেদন : দু' দিনের মাথায় বালি হত্যা রহস্যের ব্রেকথ্রু।  সিসিটিভি ফুটেজ দেখে স্বামী সহ তিনজনকে গ্রেফতার করল পুলিস। তদন্তে জানা গিয়েছে, শিবপুরের বাড়িতেই চলে নৃশংস হত্যালীলা। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেহ টুকরো টুকরো করে ব্যাগে ঢুকিয়ে রিকশায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের জেরা করে এমনটা জানতে পেরেছেন গোয়ান্দারা।

কিন্তু খুনের কারণ এখনও স্পষ্ট নয়। দফায় দফায়  জেরা করা হচ্ছে নিহতের স্বামীকে। খুন হওয়া মহিলার পরিচয়ও জানা গিয়েছে । মহিলার  নাম সোনি রজক। পুলিস ও গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে আরও একটি নতুন তথ্য। গঙ্গার ঘাটে পাশাপাশি দুটি ব্যাগ পাওয়া যায়। যার মধ্যে একটিতে পাওয়া যায় খণ্ড-বিখণ্ড মৃতদেহ। আরেকটির মধ্যে ছিল ধারালো অস্ত্র ও জামাকাপড় । প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা মনে করছেন, ভোর রাতে গিয়েই ব্যাগ দুটি রেখে আসে অপরাধী।

আরও পড়ুন, বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল টালিগঞ্জের কিশোর

বৃহস্পতিবার সকালে হাওড়ার বালির জেটিয়া ঘাটে একটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগের মধ্যে থেকেই উদ্ধার হয় মহিলার টুকরো টুকরো দেহ। সেদিন নিহত মহিলার পরিচয় জানা যায়নি। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। শুরু হয় তদন্ত।