Baranagar: ঘুড়ি ওড়ানো ঘিরে বচসা, বাবা-ছেলের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ
ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করেই বিবাদ, তারপরেই বাবা ও ছেলেকে ৪ তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে বচসা। বাবা ও ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করেই বিবাদ, তারপরেই বাবা ও ছেলেকে ৪ তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বরানগর শরৎচন্দ্র ধর এলাকায়।
ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাবা শুকদেব হালদার ও ছেলে সুশান্ত হালদার কে আশঙ্কাজনক অবস্থায় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন, Visva-Bharati: ফের বিতর্কে Bidyut Chakrabarty, নাম না করে Anubrata-কে 'বাহুবলি' তোপ
বিশ্বকর্মা পুজোর সময় ঘুড়ি ওড়ানোর সময় পাশের বাড়ির সঙ্গে বচসা বাধে। তারপরেই প্রথমে বাবাকে ঠেলে ফেলে দেওয়া হয়। মাথায়, কোমরে, হাতে-পায়ে চোট লাগে। বাবাকে বাঁচাতে গেলে ছেলেকেও ছাদ থেকে ফেলে দেওয়া হয়। মাথায় চোট পেয়েছেন ছেলে।
আশঙ্কাজনক অবস্থা দুজনেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিস, পলাতক ২। সূত্রের খবর, মাঝে মধ্যেই এই ঘটনা ঘটিয়ে থাকেন অভিযুক্ত পরিবার।