"হাতের মুঠোয় কাউন্সিলর", ওয়ার্ডের মানুষের সুবিধার্থে অ্যাপ ব্যারাকপুরের পৌরপ্রতিনিধির

জনসাধারণের সুবিধার্থে টেকনলজিকে কাজে লাগালেন পৌর প্রতিনিধি। 

Updated By: Apr 10, 2022, 01:37 PM IST
"হাতের মুঠোয় কাউন্সিলর", ওয়ার্ডের মানুষের সুবিধার্থে অ্যাপ ব্যারাকপুরের পৌরপ্রতিনিধির
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: টেনকলজির সঙ্গে পাল্লা দিয়ে চলতে চাইছে সমস্ত রাজনৈতিক দলগুলিই। তৃণমূল কংগ্রেসও সেদিকে পা বাড়িয়েছে বেশকিছুদিন হল। সাধারণ মানুষের সুবিধার্থে এবার অ্যাপের সুবিধা আনতে চলেছে তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরের পৌরপ্রতিনিধি। 

ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি তথা ব্যারাকপুর - দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জয়দীপ দাসের উদ্যোগে গোটা উত্তর ২৪ পরগণা জেলা ও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই প্রথম কোনও ওয়ার্ডে অ্যাপ ব্যবস্থা চালু হল। 

জনসাধারণের সুবিধার্থে টেকনলজিকে কাজে লাগালেন পৌর প্রতিনিধি। মোবাইল অ্যাপ " হাতের মুঠোয় কাউন্সিলর " যা আসতে চলেছে সেই ওয়ার্ডের মানুষের সুবিধে অসুবিধের কথা ভেবে। এই অ্যাপের মাধ্যমে ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মানুষেরা তাদের কাউন্সিলর জয়দীপ দাসের কাছে তাদের সমস্যার কথা জানাতে পারবে ঘরে বসেই । 

তা ছাড়াও এই অ্যাপের মাধ্যমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালিত সকল উন্নয়ন মূলক প্রকল্পের বিবরণ পাবেন ও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন। 

আরও পড়ুন, Nadia: প্রেমিকের জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরে অসুস্থ, কয়েক ঘণ্টায় রহস্যমৃত্যু নাবালিকার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.