বারুইপুরে মত্ত যুবকদের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত সাব-ইন্সপেক্টর

এই সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছেন আরও ৬ জন।

Updated By: Sep 19, 2019, 09:52 AM IST
বারুইপুরে মত্ত যুবকদের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত সাব-ইন্সপেক্টর
ডানদিকে- আক্রান্ত পুলিস আধিকারিক

নিজস্ব প্রতিবেদন:   দুই দল মত্ত যুবকদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত বারুইপুর থানার সাব-ইন্সপেক্টর। গুরুতর আহত অবস্থায় অফিসার দীপঙ্কর দাস বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছেন আরও ৬ জন।

 

ঘটনার সূত্রপাত বুধবার রাতে। বারুইপুর কাছারি বাজার সংলগ্ন বাইপাসে দুই দল মত্ত যুবকের বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। তাতে বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে সেখানেও সংঘর্ষ শুরু হয়ে যায় দুই পক্ষের।

বাইপাসে বাইকের সামনে এসে পড়েছিল যুবক, বচসা থেকে চলল গুলি!

বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিসের ওপর চড়াও হয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন দীপঙ্কর দাস। পরে ঘটনাস্থলে যান এসডিপিও বারুইপুর ও বারুইপুর থানার আইসিও। নামানো হয় RAF। ঘটনাকে ঘিরে এলাকা থমথমে।

Tags:
.