Bengal Weather Update: শুরু শীতের দাপুটে স্পেল, শুক্রবার এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন

Bengal Weather Update: রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলায় দশের ঘরে নামতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য সহ পাঁচটি জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচ দিন। উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর তাপমাত্রার সামান্য কমবে বলে জানা গিয়েছে।

Updated By: Dec 16, 2022, 08:14 AM IST
Bengal Weather Update: শুরু শীতের দাপুটে স্পেল, শুক্রবার এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। শুক্রবার তাপমাত্রা ১৪-এর ঘরে থাকবে। শুক্রবার ১৪.৫ ডিগ্রি থাকবে তাপমাত্রা। দিনের তাপমাত্রায় পতন দেখা যাবে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি।

জানা গিয়েছে শীতের দাপুটে স্পেল চলবে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক  পরিষ্কার আবহাওয়া থাকবে। জানা গিয়েছে রাতের তাপমাত্রা আরও কমবে। আবহাওয়া দফতর জানিয়েছে রবিবারের মধ্যে আরও দেড় থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা।

রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলায় দশের ঘরে নামতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য সহ পাঁচটি জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচ দিন। উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর তাপমাত্রার সামান্য কমবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Sky Light: রাতের আকাশের মিসাইলের আলো! শোরগোল রাজ্যজুড়ে

সকালে আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির কাছাকাছি।

আরও পড়ুন: Duare Ration: দুয়ারে রেশনে বেনিয়ম! নদিয়ায় ডিলারের প্রস্তাবে রাজি না হওয়ায় আক্রান্ত বৃদ্ধ...

সিকিমের এক অথবা দুই জায়গায় বৃষ্টি এবং তুষারপাত হতে পারে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে সাব হিমালয়ের দার্জিলিং জেলার এক বা দুই জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়াও পশ্চিমবঙ্গের সাব হিমালয় জেলার উপরের অংশে দুই এক জায়গায় মাঝারি কুয়াশা পড়তে পারে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.