Bengal Weather Update: ফের ইউটার্ন শীতের, রাজ্যে কমছে তাপমাত্রার পারদ

Bengal Weather Update: ফের ঠান্ডা পড়তে শুরু করেছে রাজ্যে। শনিবার থেকেই শীতের ইউটার্ন শুরু হয়ে গিয়েছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭.৫ ডিগ্রি। পাশাপাশি কমছে সর্বনিম্ন তাপমাত্রা।

Updated By: Jan 29, 2023, 09:10 AM IST
Bengal Weather Update: ফের ইউটার্ন শীতের, রাজ্যে কমছে তাপমাত্রার পারদ

রণয় তেওয়ারি: হঠাৎ বদল পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। গরম থেকে হঠাৎ কমে গেল তাপমাত্রা। শনিবার বিকেলে থেকেই কমতে শুরু করে তাপমাত্রা। আবহাওয়াবিদরা এর পিছনে থাকা কারণ হিসেবে পশ্চিমি ঝঞ্ঝার কথা জানাচ্ছেন। যদিও উত্তরবঙ্গে সামান্য বেড়েছে পারদ।

প্রতি বছর সরস্বতী পুজোর সময় কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যায়। যদিও এই বছর পুজোর দিনে তাপমাত্রার পরিবর্তন দেখা যায়। বেশ গরম অনুভব করেন রাজ্যের মানুষ। সরস্বতী পুজোর পরের দিন তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রির কাছে পৌঁছে যায়। সেই সময় অনেকেই মনে করছিলেন শীতের বিদায় হয়েছে। যদিও শীতের বিদায় এখনও হয়নি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: Hiraan Photograph with Ajit Maity: অভিষেক-হিরণ সাক্ষাত, বিস্তারিত ফাঁস করে চাঞ্চল্যকর দাবি তৃণমূল নেতা অজিত মাইতির

ফের ঠান্ডা পড়তে শুরু করেছে রাজ্যে। শনিবার থেকেই শীতের ইউটার্ন শুরু হয়ে গিয়েছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭.৫ ডিগ্রি। পাশাপাশি কমছে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। সেই তাপমাত্রা রবিবার হবে ১৭.৪ ডিগ্রি। অর্থাৎ শনিবারের তলনায় থান্ডা বেশি হবে রবিবার।

আরও পড়ুন: Malda Eve Teasing: বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত দাদা! কাঠগড়ায় তৃণমূল নেতা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমবে। সোমবারের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি কমতে পারে বলে জানা গিয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অব্যাহত থাকবে শীতের আমেজ এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।       

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.