এক নজরে দেখে নিন নদিয়ার নজরকাড়া কয়েকটি পুজো

Updated By: Sep 29, 2017, 09:23 AM IST
এক নজরে দেখে নিন নদিয়ার নজরকাড়া কয়েকটি পুজো

ওয়েব ডেস্ক: আজ নবমী। প্রাণের উত্স‍বের ক্ল্যাইমাক্সে মাতোয়ারা গোটা রাজ্য। এক নজরে দেখে নেওয়া যার নদিয়ার নজরকাড়া কয়েকটি পুজো।

নবদয় সংঘ, বাড়ুইহুদা

থিম: বিধানসভা

এবার ২৯ বছরে পা দিল বাড়ুইহুদা নবদয় সংঘের পুজো। বিধানসভার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমা আর্টের।

তালপুকুরপাড়া বারোয়ারি

থিম: কাল্পনিক মন্দির

তালপুকুর পাড়ার পুজোয় বজর কাড়বে কাল্পমিক মন্দির। এই পুজো এবছর সাতে পা দিল।

বাড়ুইহুদা বারোয়ারি

থিম: কাল্পনিক মন্দির

কাল্পনিক মন্দির গড়ে নজর কেড়েছে বাড়ুইহুদা বারোয়ারিও। জেলার অন্যতম প্রাচীন এই পুজোর এবার ৪২ তম বছর।

গ্রিন ক্লাব বারোয়ারি

থিম: সাবেকি প্রতিমা

থিমের ভিড়ে একটু অন্যরকম গ্রিন ক্লাব বারোয়ারি। পুরোপুরি মহিলা পরিচালিত এই পুজোর মণ্ডপ তৈরি হয়েছে কাল্পনিক মন্দিরের আদলে।

বার্নিয়া, হরিতলা পাড়া

থিম: বিহারের জৈন মন্দির

বিহারের জৈন মন্দিরের আদলে প্যান্ডেল বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে হরিতলা পাড়ার দুর্গাপুজো। থিমকে কমপ্লিমেন্ট করছে সাবেকি প্রতিমা। বাজেট আড়াই লক্ষ।

দুর্গাবাড়ির পুজো, বার্নিয়া

থিম: চার্চের আদলে মণ্ডপ

সর্বধর্ম সমন্বয়, এটাই এবারের থিম দুর্গাবাড়ির পুজোর। চার্চের আদলে তৈরি মণ্ডপ নজর কেড়েছে দর্শনার্থীদের। পুজোর বাজেট ৩ লক্ষ টাকা।

সাহাপাড়া বারোয়ারি, কেচুয়াডাঙা

থিম: বিশ্ববাংলা

প্রত্যান্ত গ্রামের বাড়ির আদলে তৈরি মণ্ডপ। সঙ্গে কাল্পনিক প্রতিমা। নজর কাড়ছে কেচুয়াডাঙা সাহাপাড়া বারোয়ারি। এবারের বাজেট ১৬ লক্ষ টাকা।

দিশারি সংঘ, করিমপুর

থিম: ইস্কনের মন্দির

মায়াপুরের ইস্কন মন্দির উঠে এসেছে করিমপুরে। প্রতিমা সাবেকি। বাজেট ২২ লক্ষ।

আজ নবমী, প্রাণের উত্সবে মাতোয়ারা গোটা রাজ্য

.