লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে ফিরছেন বিমল গুরুং, জানালেন নিজেই
বিমল গুরুঙের অভিযোগ, 'পুলিসের সাহায্যে পাহাড়ে মৌরসিপাট্টা চালাচ্ছে বিনয় তামাং ও অনীক থাপা। গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন করতে গিয়ে যাঁদের মৃত্যু হয়েছে তাদের কথা ভুলে গেছে ক্ষমতাসীন গোষ্ঠী।'
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের আগেই পাহাড়ে ফিরছেন তিনি। গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তায় জানালেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। গোর্খাদের স্বার্থে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে একজোট থাকতে অনুরোধ করলেন তিনি। একই সঙ্গে বিঁধলেন বিনয় তামাং গোষ্ঠীদেরও।
দীর্ঘদিন পর দোলের দিন ভিডিয়ো বার্তা জারি করলেন বিমল গুরুং। শুরুতেই পাহাড়ের গোর্খা-সহ দেশের সমস্ত মানুষকে হোলির শুভেচ্ছা জানান তিনি। এদিন তিনি বলেন, 'লোকসভা নির্বাচনের আগেই পাহাড়ে ফিরছি।' তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানাননি তিনি। একই সঙ্গে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি।
বিমল গুরুঙের অভিযোগ, 'পুলিসের সাহায্যে পাহাড়ে মৌরসিপাট্টা চালাচ্ছে বিনয় তামাং ও অনীক থাপা। গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন করতে গিয়ে যাঁদের মৃত্যু হয়েছে তাদের কথা ভুলে গেছে ক্ষমতাসীন গোষ্ঠী।'
বলে রাখি, ২০১৭ সালের ৮ জুন দার্জিলিঙের রাজভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠক চালাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাইরে বিক্ষোভ দেখাতে থাকে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরা। রাজভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে তারা। পুলিস তাদের সরানোর চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। তার পর থেকে ফেরার গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। সূত্রের খবর, বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি। গত ২৫ মার্চ শেষবার ভিডিয়ো বার্তায় দেখা গিয়েছিল বিমল গুরুংকে। তার পর প্রায় ১ বছর পর ফের দেখা মিলল তাঁর।
'ভারত মাতা কি জয়' আমার গর্বের স্লোগান, দোল খেলতে খেলতে বললেন সব্যসাচী দত্ত
এদিন প্রকাশিত ভিডিয়োয় বিমল গুরুংকে সুস্থই মনে হয়েছে। স্পষ্ট গুর্খালি ভাষায় কথা বলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ভিডিয়ো কোথায় তোলা হয়েছে তা নিয়ে কোনও আভাস মেলেনি।