অডিও বার্তা জারি করে রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ গুরুঙের

Updated By: Oct 18, 2017, 04:37 PM IST
অডিও বার্তা জারি করে রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ গুরুঙের

নিজস্ব প্রতিবেদন: আত্মগোপনে থাকা অবস্থাতেই ফের পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। এক অডিও বার্তায় তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে তিনি যে কোনও অবস্থাতেই রাজ্য সরকারের সামনে মাথা নোয়াবেন না বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন - বলি দেওয়ার চেষ্টা, চুঁচুড়ায় পালিয়ে বাঁচল শিশু
গত ১৪ অক্টোবর রাতে দার্জিলিংয়ের নিম্বু বস্তিতে পুলিশি অভিযানের পর এই প্রথম প্রকাশ্যে এলেন গুরুং। সেই অভিযানে গুরুংয়ের দেহরক্ষীদের গুলিতে নিহত হয়েছিলেন তরুণ সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক। এর পরই রাজ্যজুড়ে গুরুঙের বিরুদ্ধে ব্যাপক জনরোষ তৈরি হয়। ক্ষোভ ছড়ায় পাহাড়েও। একই মধ্যে দু'দফায় পাহাড়ের উন্নয়নের জন্য প্রায় ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন। সব মিলিয়ে বেশ বেকায়দায় গুরুং।
বুধবার প্রকাশিত অডিও বার্তায় গুরুং দাবি করেছেন, খুব তাড়াতাড়ি জনসমক্ষে আসবেন তিনি। ৩০ অক্টোবর তাঁর প্রকাশ্যে আসার কথা ছিল। কিন্তু তার আগে রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে। বিমলের হুঁশিয়ারি, লড়াই জারি থাকবে। কোনও অবস্থাতেই রাজ্যের সামনে মাথা নত করবেন না তিনি।

.