Darjeeling, Binoy Tamang: 'দার্জিলিংয়ে গণতন্ত্র বিপন্ন', পুরসভায় পালাবদলের পর তৃণমূল ছাড়লেন বিনয় তামাং

দার্জিলিং পুরসভা হাতছাড়া হামরো পার্টির। আস্থাভোটে জিতে ক্ষমতায় অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অনীতকে সমর্থন করলেন ২ তৃণমূল কাউন্সিলরও।

Updated By: Dec 28, 2022, 10:38 PM IST
Darjeeling, Binoy Tamang: 'দার্জিলিংয়ে গণতন্ত্র বিপন্ন', পুরসভায় পালাবদলের পর তৃণমূল ছাড়লেন বিনয় তামাং

কায়েশ আনসারি: 'দার্জিলিংয়ে গণতন্ত্র বিপন্ন'। পুরসভার পালাবদলের পর তৃণমূল ছাড়লেন বিনয় তামাং। বিবৃতি দিলেন, 'পাহাড়ের কিছু নেতাকে নিয়ন্ত্রণ করছে সমতলের দল। এটা দেশে ঐক্য়, সার্বভৌমত্ব ও নিরাপত্তার আঘাত'। পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন মুখ্য়মন্ত্রীকে। 

সমীকরণ বদলে গেল দার্জিলিং পুরসভায়! ২ তৃণমূল কাউন্সিলের সমর্থনে এবার ক্ষমতায় অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। পুরভোটের পর বছরও ঘুরল না, বিরোধী আসনে বসতে হল অজয় এডওয়ার্ডের হামরো পার্টিকে। 

৩২ আসনে দার্জিলিং পুরসভায় ১৮ আসনে জিতে বোর্ড গঠন করেছিল হামরো পার্টি। অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দখলে ছিল ৯ আসন, আর গোর্খা জনমুক্তি মোর্চার ৩। এমনকী, পাহাড়ে পুরভোটে ২টি আসন পেয়েছিল তৃণমূলও। পরে অবশ্য জিটি ভোটে লড়ার জন্য ইস্তফা দেন অনীতের দলের এক কাউন্সিলর। সেই আসনে ভোট হয়নি এখনও। ফলে পুরসভায় এখন কাউন্সিলর ৩১ জন।

সম্প্রতি হামরো পার্টির ৫ কাউন্সিলর যোগ দিয়েছেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায়। ফলে তাদের কাউন্সিলর সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ১৪। এদিন আস্থাভোট হল দার্জিলিং পুরসভায়। ফলাফল? ১২ কাউন্সিলর সমর্থন করলেন হামরো পার্টিকে, তখন অনীত থাপার পাশে দাঁড়ালেন ২ তৃণমূল কাউন্সিলর। সঙ্গে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার আরও ১৪ জন। এরপরই বিবৃতি দিয়ে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন বিনয় তামাং। 

একসময়ে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা হিসেবেই পরিচিত ছিলেন বিনয়। গত বছরের জুলাই মাসে দল ছাড়েন তিনি। এরপর রাজনীতি থেকে দূরে ছিলেন দীর্ঘদিন। শেষপর্যন্ত একুশের ডিসেম্বর তৃণমূলের যোগ দেন তিনি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.