বিজেপিতে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে 'ভুল বুঝতে পেরে' পুরনো দলে ফিরলেন ২ তৃণমূল নেতা

বিজেপিতে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে পুরনো দলে ফিরলেন ২ তৃণমূল নেতা। রবিবার মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন বীরভূমের নানুরের ওই দু'জন। সোমবার জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন তাঁরা। অনুব্রতবাবুর দাবি, ভুল বুঝিয়ে দলবদল করানো হয়েছিল। 

Updated By: Dec 5, 2017, 11:17 AM IST
বিজেপিতে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে 'ভুল বুঝতে পেরে' পুরনো দলে ফিরলেন ২ তৃণমূল নেতা

নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে পুরনো দলে ফিরলেন ২ তৃণমূল নেতা। রবিবার মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন বীরভূমের নানুরের ওই দু'জন। সোমবার জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন তাঁরা। অনুব্রতবাবুর দাবি, ভুল বুঝিয়ে দলবদল করানো হয়েছিল। 

আরও পড়ুন - এম পি বিড়লা কাণ্ডে খোঁজ 'গণেশ আঙ্কলের', সিবিআই তদন্ত চাইলেন অভিভাবকরা

দিন কয়েক ধরেই পুরনো সতীর্থ মুকুল রায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের টক্কর চলছে সেয়ানে সেয়ানে। রবিবার অনুব্রতর খাসতালু নানুরের দাসকল প্রামের যুব তৃণমূল সভাপতি সমরেন্দ্রনাথ পাঠক ও দাসকল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান প্রণবকুমার মণ্ডলকে দলবদল করিয়ে অনুব্রতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুকুল। সংগঠন ধরে রাখার প্রতিযোগিতায় প্রথম ল্যাপে যদিও জয় হল অনুব্রত মণ্ডলেরই। 

আরও পড়ুন - চক্রান্ত করছে পুলিশ, জিডি বিড়লা কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ নির্যাতিতার বাবার

সোমবার দলত্যাগীদের দলে ফেরানোর পর অনুব্রতর মুখে ছিল স্বস্তির ছাপ। সংবাদমাধ্যমকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেন, 'মানুষকে ভুল বুঝিয়ে টাকা দিয়ে দলবদলের চেষ্টা করানো হচ্ছে। কেউ সেই ফাঁদে পা দেবে না।'  ওদিকে পুরনো দলে ফিরে সমরেন্দ্রবাবুর দাবি, 'উন্নয়নের কথা ভেবে দলবদল করেছিলাম। ভুল বুঝতে পেরে ফিরে এসেছি।'

 

.