ফের বিস্ফোরণে কাঁপল বীরভূম, আতঙ্কে এলাকাবাসী
তছনছ হয়ে যায় ব্যক্তির বাড়ি। বিস্ফোরণের সময়ে বাড়িতে কোনও লোক না থাকায় ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
নিজস্ব প্রতিবেদন: ফের বিস্ফোরণে কাঁপল বীরভূম। এবার ঘটনাস্থল খয়রাশোল। শুক্রবার সন্ধে নাগাদ হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়। খয়রাশোল ব্লকের লোকপুর থানা এলাকার গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে ঘটে এই বিস্ফোরণের ঘটনা। তছনছ হয়ে যায় ব্যক্তির বাড়ি। বিস্ফোরণের সময়ে বাড়িতে কোনও লোক না থাকায় ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
স্থানীয়রাই খবর দেয় থানায়। নিরাপত্তার কথা মাথায় রেখে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিসবাহিনী। রাতভর এলাকায় টহল দেয় লোকপুর থানার পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান বোমা থেকেই এই বিস্ফোরণ হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিস। তল্লাশি চালানো হচ্ছে গ্রামজুড়ে।
আরও পড়ুন: রাজনৈতির বিবাদ থেকে পারিবারিক অশান্তি, ক্যানিং-এ ভাইকে বেধড়ক পেটাল ভাই
তবে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অনেকেই বলছেন রাজনৈতিক বিবাদের কারণেই এই আক্রমণ। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি বাবলু মন্ডল বিজেপি সদস্য। পাশাপাশি বিজেপির দাবি বাবলু তৃণমূল গোষ্ঠীর সদস্য। বিজেপির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ইতিমধ্যেই বাবলুর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিস, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।