তিলপাড়া বাঁধের জলে বীরভূমে ধস জাতীয় সড়কে, বন্ধ ‌চলাচল

Updated By: Sep 10, 2017, 11:40 AM IST
তিলপাড়া বাঁধের জলে বীরভূমে ধস জাতীয় সড়কে, বন্ধ ‌চলাচল

ওয়েব ডেস্ক: বাঁধ থেকে ছাড়া জলের তোড়ে ভেঙে গেল সেতু, ধসে গেল রাস্তার একাংশ। রবিবার রাত থেকে ‌যান চলাচল বন্ধ বীরভূমে পানাগড় - মাড়গ্রাম জাতীয় সড়কে। রবিবার রাতে তিলপাড়া বাঁধ থেকে হঠাৎ প্রচুর জল ছাড়ায় বিপ‌র্যস্ত ‌যোগা‌যোগ ব্যবস্থা।

আরও পড়ুন - বোলপুরে হেনস্থার শিকার বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আবদুল মান্নান

বীরভূমের সিউড়ি লাগোয়া পানসার ও পানুয়ারিয়া গ্রামের মাঝে জাতীয় সড়কের পাশ দিয়ে গিয়েছে তিলপাড়া ব্যারাজের খাল। ওই খাল দিয়ে ম‌য়ূরাক্ষী নদীর জল পৌঁছয় বক্রেশ্বর নদে। রবিবার রাতে খালে বহনক্ষমতার অতিরিক্ত জল ছাড়ে বাঁধ কর্তৃপক্ষ। আগাম কিছু না জানিয়ে জল ছাড়া হয়েছে বলে অভি‌যোগ গ্রামবাসীদের। জলের তোড়ে ভেসে গিয়েছে চন্দ্রভাগা সেতু। রবিবার সকালে ধসে পড়ে ‌জাতীয় সড়কের একাংশ।

 

.