মালবাজারে পাখির মড়ক, শয়েশয়ে মৃত্যু হচ্ছে শালিক, বক, চড়ুই-এর

 স্থানীয়দের অনুমান , কৃষিজমিতে কীটনাশক প্রয়োগের ফলে  মৃত্যু হচ্ছে পোকামাকড়ের। আর এই পোকামাকড় খেয়েই মারা যাচ্ছে কাক, বক, শালিক, চড়ুই সহ বিভিন্ন পাখি। 

Updated By: Feb 18, 2020, 03:42 PM IST
মালবাজারে পাখির মড়ক, শয়েশয়ে মৃত্যু হচ্ছে শালিক, বক, চড়ুই-এর

নিজস্ব প্রতিবেদন: মালবাজারে পাখির মড়ক লেগেছে । গত কয়েকদিনে শালিক, বক, চড়ুইসহ বিভিন্ন পাখির মৃত্যু হয়েছে। কারণ খুঁজতে ঘটনাস্থলে পরিবেশপ্রেমী সংগঠন। খবর দেওয়া হয়েছে বন দফতরে। VO--প্রতিদিনই উদ্ধার হচ্ছে সাত থেকে দশটি মৃত পাখি। আতঙ্কে মালবাজার মহকুমার দক্ষিণ ওদলাবাড়ির মানুষ। স্থানীয়দের অনুমান , কৃষিজমিতে কীটনাশক প্রয়োগের ফলে  মৃত্যু হচ্ছে পোকামাকড়ের। আর এই পোকামাকড় খেয়েই মারা যাচ্ছে কাক, বক, শালিক, চড়ুই সহ বিভিন্ন পাখি। 

আরও পড়ুন: টার্গেট একুশের বিধানসভা ভোট, 'আমার গর্ব মমতা'-র প্রচারে ময়দানে ফের তৃণমূল

খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় পরিবেশপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা। তাদের তরফেও অনুমান, বেশি মাত্রায় কীটনাশক প্রয়োগে মৃত পোকামাকড় খেয়েই মারা যাচ্ছে পাখিরা। এলাকার মানুষকে সচেতন করার কাজ শুরু হবে বলে জানাচ্ছেন পরিবেশপ্রেমীরা। 

.