আমফানে দুর্গতদের ত্রিপল বিলি নিয়ে বচসা, তৃণমূল কর্মীদের ওপর 'হামলা' বিজেপির

ঘটনাকে ঘিরে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের পিংলার সাঙ্গার এলাকায়।

Updated By: May 31, 2020, 11:55 AM IST
আমফানে দুর্গতদের ত্রিপল বিলি নিয়ে বচসা, তৃণমূল কর্মীদের ওপর 'হামলা' বিজেপির

নিজস্ব প্রতিবেদন:  আমফানে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করা নিয়ে বচসা। তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপি বিরুদ্ধে। গুরুতর আহত ২ তৃণমূল কর্মী। ঘটনাকে ঘিরে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের পিংলার সাঙ্গার এলাকায়।
তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে সৌমেন মহাপাত্র সাঙ্গার এলাকায় ত্রিপল বিলি করেন। তা নিয়ে এলাকার বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। রাতেই কয়েকজন বিজেপি কর্মী লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে  বিমল সিং নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুর করা হয়। এরপর মহাদেব দে ও বিষ্ণুপদ সিং নামে আরও দুই তৃণমূল কর্মীর ওপর হামলা চলে। গুরুতর আহত হন তাঁরা।

দিদির সঙ্গে বসে আড্ডা, আবাসনের ব্যালকনি ভেঙে পড়ে মৃত্যু বোনের
আহতদের প্রথমে ডেবরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় এক জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তবে বিজেপির  তরফে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়।  বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য বলেন, এই ঘটনায়  তাঁদের দলের কেউ জড়িত নন।  ত্রিপল বিলিকে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের মধ্যে ঝামেলার জের।
এলাকায় উত্তেজনা রয়েছে. পুলিস মোতায়েন।

.