Balurghat Municipality: খুলে ফেলা হল সুকান্ত মজুমদারের পোস্টার, বালুরঘাট পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি-র
সুকান্ত মজুমদারের সেরা সংসদ হিসেবে সাংসদরত্ন পুরস্কার পাওয়ার পরে জনগণের কাছে তা তুলে ধরতে সুকান্ত মজুমদারের ছবি সহ বেশ কিছু ব্যানার পোস্টার বালুরঘাট শহর সহ জেলার অন্যান্য জায়গায় লাগানো হয়। যদিও, এই বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী জানান, মাস কয়েক আগেই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক হয়েছে পোস্টার ব্যানার লাগানো বিষয়ে। শুধু দৃশ্য দূষণ ব্যানার থেকে নয় বড় বড় বেআইনি বহুতল নির্মাণ পৌরসভার চোখের সামনে হয়ে চললেও সে বিষয়ে হুঁস নেই পৌরসভার।
শ্রীকান্ত ঠাকুর: বালুরঘাট পৌরসভা এলাকায় রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে লাগানো সুকান্ত মজুমদারের ফেস্টুন খুলে ফেলার অভিযোগ তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে। আর এরই প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। বুধবার দুপুরে বালুরঘাট পৌরসভার সামনে বিক্ষোভ দেখানো হয় বিজেপির শহর মন্ডল কমিটির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ বালুরঘাট পৌরসভা বেছে বেছে বিজেপির ব্যানার ফেস্টুন খুলে ফেলছে।
সুকান্ত মজুমদারের সেরা সংসদ হিসেবে সাংসদরত্ন পুরস্কার পাওয়ার পরে জনগণের কাছে তা তুলে ধরতে সুকান্ত মজুমদারের ছবি সহ বেশ কিছু ব্যানার পোস্টার বালুরঘাট শহর সহ জেলার অন্যান্য জায়গায় লাগানো হয়। অভিযোগ গতকাল সেই পোস্টার খুলে ফেলে বালুরঘাট পৌরসভা। অথচ পাশেই রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল নেতা বিপ্লব মিত্রের পোস্টার রেখে দেওয়া হয়।
পৌরসভার সামনে বিক্ষোভের নেতৃত্বে থাকা বিজেপির শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, ‘রাজনৈতিক কারণেই পৌরসভা বিজেপির পোস্টার খুলে ফেলছে। পরিবেশ দূষণের ছুতোয় সুকান্ত মজুমদারের পোস্টার ব্যানার খুলে ফেললেও তৃণমূল নেতাদের পোস্টার ব্যানার খোলা হচ্ছে না। শুধু দৃশ্য দূষণ ব্যানার থেকে নয় বড় বড় বেআইনি বহুতল নির্মাণ পৌরসভার চোখের সামনে হয়ে চললেও সে বিষয়ে হুঁস নেই পৌরসভার। অথচ বিজেপির ব্যানার ফেস্টুনেই সব থেকে বেশি দৃশ্য দূষণ হচ্ছে তাই সেগুলিকেই খুলে ফেলেছে পৌরসভা।‘ তিনি আরো জানান, ‘এরকম চলতে থাকলে ভবিষ্যতে পৌরসভার গেটে তালা মেরে আন্দোলনে নামবে বিজেপি’।
আরও পড়ুন: Maynaguri Murder: গলায় বেল্ট পেঁচানো মৃতদেহ নদীতে, চাঞ্চল্য ময়নাগুড়িতে
যদিও, এই বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী জানান, মাস কয়েক আগেই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক হয়েছে পোস্টার ব্যানার লাগানো বিষয়ে। সমস্ত দলের ঐক্যমত্য অনুযায়ী বালুরঘাট পৌরসভা রেজুলেশন নিয়েছে, যেকোনও পোস্টার ব্যানার লাগালে তার অনুমতি নিতে হবে। পাশাপাশি কোনও অনুষ্ঠানের পোস্টার হলে, অনুষ্ঠান শেষে সেই রাজনৈতিক দলকেই তা খুলে ফেলতে হবে। শহরের দৃশ্য দূষণের স্বার্থেই দীর্ঘমেয়াদী কোনও পোস্টার ব্যানার লাগানো যাবে না।
আরও পড়ুন: Bankura: পঞ্চায়েতে 'দিদির দূত'! ফিরতেই গোবরজল-গঙ্গাজলে শুদ্ধিকরণ বিজেপি বিধায়কের
ভাইস চেয়ারম্যান জানান যে সুকান্ত মজুমদারের যে পোস্টার লাগানো হয়েছিল বিজেপির পক্ষ থেকে তার কোনও অনুমতি নেওয়া হয়নি। ফলে বেশ কিছুদিন সেই পোস্টার থাকার পর তা খুলে ফেলা হয়। তৃণমূল সহ সমস্ত দলের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে।