R G Kar Incident | Dilip Ghosh:'পশ্চিমবঙ্গ, আফগানিস্তান-পাকিস্তান- বাংলাদেশের মতো হয়ে যাবে'!

আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন  বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মতে, 'আসল লোককে আড়াল করার চেষ্টা হচ্ছে। পাপের যদি বিচার না হলে যাঁরা আড়াল করছেন, তাঁদেরও পাপের ফল ভোগ করতে হবে। তাই একটা জাগরণ তৈরি হয়েছে, সবাই প্রতিবাদ করছে। বলছে, রাজনীতি হচ্ছে'।

Updated By: Aug 13, 2024, 08:44 PM IST
R G Kar Incident | Dilip Ghosh:'পশ্চিমবঙ্গ, আফগানিস্তান-পাকিস্তান- বাংলাদেশের মতো হয়ে যাবে'!

বিধান সরকার: 'আগে তো ধরুন, তবে তো ফাঁসি'। আরজি কর কাণ্ডে এবার মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বললেন, 'একটা সিভিক পুলিস, মাতাল পুলিসের নেতা। পুলিসের গাড়ি ব্য়বহার করছে। সে হয়তো মদ খেয়ে পড়েছিল, কিছুই জানে না। তাকে ধরা হয়েছে।  কারা করছে? সব জানা আছে। তাদের খুঁজে বের করতে হবে। না হলে পশ্চিমবঙ্গ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মতো হয়ে যাবে'।

আরও পড়ুন:  Udayan Guha: 'স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না', কুরুচিকর কটাক্ষ উদয়ন গুহের!

আরজিকরকাণ্ডে উত্তাল গোটা রাজ্য। সমস্ত সরকারি মেডিক্য়াল কলেজে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তার। চিকিত্‍সা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। গতকাল, সোমবার নিহত চিকিত্‍সকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বাইরে বেরিয়ে তিনি বলেন, 'এই মৃত্যু খুবই অমানবিক, ন্যক্কারজনক, নৃশংস। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ফার্স্ট ট্র্যাক কোর্টে কেসটা গিয়েছে, একেবারে ফাঁসির আবেদন জানানো হোক।  রবিবারের মধ্যে যদি পুলিস এই কেসের সুরাহা করতে না পারে তাহলে আমরা এই কেস সিবিআইয়ের হাতে তুলে দেব'।'

দিলীপ বলেন,  'শুরু হয়েছিল কামদুনিতে তারপর বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচার হয়েছে। একটারও ফাঁসি হয়েছে? প্রতি মাসে মহিলা কমিশনের লোকেরা দেখতে আসে, কেন আসে? সিবিআইকে ডাকা হয়েছে সেখানেও বলছে সিবিআই কিছু ধরতে পারে না। পারুক না পারুক কেন সিবিআইকে ডাকা হচ্ছে? মানে আপনার পুলিশের উপর ভরসা নেই'।

এদিকে মুখ্যমন্ত্রীর সময়সীমা আগেই আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কবে? আজ, মঙ্গলবার। দিলীপ বলেন, 'আসল লোককে আড়াল করার চেষ্টা হচ্ছে। পাপের যদি বিচার না হলে যাঁরা আড়াল করছেন, তাঁদেরও পাপের ফল ভোগ করতে হবে। তাই একটা জাগরণ তৈরি হয়েছে, সবাই প্রতিবাদ করছে। বলছে, রাজনীতি হচ্ছে'।

আরও পড়ুন:  Odisha| Bengali Labour Harassed: বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা, কেশপুরে ওড়িশার বাস আটকে বিক্ষোভ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.