দিনহাটায় চায়ের দোকান থেকে অপহরণ বিজেপির পঞ্চায়েত সদস্য, কাঠগড়ায় তৃণমূল

ভেটাগুড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এই অপহরণের ঘটনাকে কেন্দ্র করে । তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দাবি করেছেন এসবই নব্য এবং পুরনো বিজেপির মধ্যে দ্বন্দ্বের ফল

Updated By: Sep 22, 2019, 06:56 AM IST
দিনহাটায় চায়ের দোকান থেকে অপহরণ বিজেপির পঞ্চায়েত সদস্য, কাঠগড়ায় তৃণমূল
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: বোমাবাজি, গুলি তারপর অপহরণ। এভাবেই শনিবার সরগরম হয়ে উঠল দিনহাটার ভেটাগুড়িতে। বিজেপির এক পঞ্চায়েত সদস্য কে অপহরণের অভিযোগ ওঠে। যতীন্দ্রনাথ বর্মন নামে ওই পঞ্চায়েত সদস্য এ দিন সন্ধে স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন । হঠাৎ একদল দুষ্কৃতী ইনোভা গাড়ি করে এসে তাঁকে চায়ের দোকান থেকে টেনে হিঁচড়ে নিয়ে  যায় । ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছেন বিজেপির স্থানীয় নেতারা ।  ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিস।

আরও পড়ুন- ওয়াটার থিম পার্কে মধুচক্রের হদিশ, হানা দিয়ে আটক ৩০ যুবক-যুবতী

ভেটাগুড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এই অপহরণের ঘটনাকে কেন্দ্র করে । তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দাবি করেছেন এসবই নব্য এবং পুরনো বিজেপির মধ্যে দ্বন্দ্বের ফল। বেশ কিছুদিন ধরেই এভেটাগুড়িতে তৃণমূল এবং বিজেপির মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে । পরিস্থিতি আরও জটিল হয় পুলিসের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় । আর এ সবের পর এ দিন বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যকে অপহরণে নতুন মাত্রা এনে দিয়েছে বলে মনে 

.