ওয়াটার থিম পার্কে মধুচক্রের হদিশ, হানা দিয়ে আটক ৩০ যুবক-যুবতী

হুগলি কানাগরে ওয়াটার থিম পার্ক এ্যাকোয়া মেরিনায় ছাপা মারল চন্দননগর কমিশনারেটের পুলিস। এসিপি-১ পলাশ চন্দ্র ঢালির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পার্কে হানা দেয় শনিবার বিকেলে। কয়েক ঘন্টা ধরে চলে তল্লাসি। আটক করা হয় বেশ কিছু যুবক-যুবতীকে।

Updated By: Sep 22, 2019, 05:50 AM IST
ওয়াটার থিম পার্কে মধুচক্রের হদিশ, হানা দিয়ে আটক ৩০ যুবক-যুবতী
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: হুগলি কানাগরে ওয়াটার থিম পার্ক এ্যাকোয়া মেরিনায় ছাপা মারল চন্দননগর কমিশনারেটের পুলিস। এসিপি-১ পলাশ চন্দ্র ঢালির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পার্কে হানা দেয় শনিবার বিকেলে। কয়েক ঘন্টা ধরে চলে তল্লাসি। আটক করা হয় বেশ কিছু যুবক-যুবতীকে।

পুলিস সূত্রে খবর, রাত ৮টা নাগাদ কমপক্ষে ৩০ জন যুবক যুবতীকে আটক করা হয়। এরপর তাঁদের নিয়ে আসা হয় চুঁচুড়া থানায়। পুলিস জানিয়েছে, উদ্ধার হয় বেশ কয়েকটি মদের বোতল। পার্কের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় পুলিস।

আরও পড়ুন- পুজোর থিম সঙ রেকর্ড করলেন রানু মন্ডল, তাঁদের নিয়ে ওঠা গুজব নস্যাত্ করলেন তপন-অতীন্দ্র

ওয়াটার থিম পার্কের মালিক অভিজিৎ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। এসিপি-১ পলাশ চন্দ্র ঢালি বলেন, “খবর ছিল পার্কের আড়ালে দেহ ব্যবসা চলছিল দীর্ঘদিন ধরে। আজ রেড করে হাতে নাতে ধরা হয় অভিযুক্তদের।” ওই পার্ক আপাতত বন্ধ থাকবে বলে জানান এসিপি।

.