BJP: দিলীপ ঘোষের সামনেই এবার জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের!
বিক্ষোভকারীদের দাবি, পুজোর সময়ে দলের তরফে ১ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু মাত্র ৩০ হাজার টাকা করে পেয়েছেন তাঁরা। সাংগঠনিক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।
![BJP: দিলীপ ঘোষের সামনেই এবার জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের! BJP: দিলীপ ঘোষের সামনেই এবার জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/07/446094-adil.png)
নকিবুদ্দিন গাজি: ক্ষোভের আঁচ বঙ্গ বিজেপিতে। দিলীপ ঘোষের সামনেই এবার দলের সাংগঠনিক জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। চলল ধস্তাধস্তিও। ঘটনাস্থল, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট।
ঘটনাটি ঠিক কী? আজ, মঙ্গলবার ধামা অঞ্চলে বিজয়া সম্মিলনী ছিল বিজেপি-র। সেই অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। তখন মঞ্চের দিকে চলে গিয়েছেন তিনি। গাড়ি থেকে নামেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর।
তারপর? অভিযোগ, সাংগঠনিক জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, পুজোর সময়ে দলের তরফে ১ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু মাত্র ৩০ হাজার টাকা করে পেয়েছেন তাঁরা। সাংগঠনিক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন দলের বিক্ষুদ্ধরা।
আরও পড়ুন: Abhishek Banerjee Birthday: অভিষেকের জন্মদিনে জনসংযোগ!
এর আগে, কলকাতায় বিজয়া সম্মিলনীতে দিলীপ ঘোষকে নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠলেন অনুগামীরা। সোগ্লান উঠল, 'হাউ ইজ দ্য জোশ, দিলীপ ঘোষ', 'হামারা মুখ্যমন্ত্রী ক্যায়াসা হো, দিলীপ ঘোষ য্যায়সা হো'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)