পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি তুলে ধরে কাঁথিকাণ্ড নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে BJP
বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বুধবার বলেন, 'গতকাল কাঁথিতে যে হিংসা হয়েছে সেব্যাপারে নির্বাচন কমিশনকে জানানো হবে। বাস্তব ছবিটা আমরা কমিশনের সামনে তুলে ধরতে চাই। আমাদের বহু কর্মী এখনো নিখোঁজ। গতকালের সভার পর তাঁরা বাড়িতে ফেরেননি।'
নিজস্ব প্রতিবেদন: কাঁথিতে অমিত শাহের সভা পরবর্তী হিংসা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে কমিশনের সঙ্গে দেখা করবে দেখা করবে তারা।
মঙ্গলবার কাঁথিতে অমিত শাহের সভার পর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিজেপি সমর্থকদের একের পর বাসে তৃণমূলি দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পালটা তৃণমূলের একটি পার্টি অফিসে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা।
ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ফোনে দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করার পরামর্শ দেন রাজনাথ। পালটা রাজনাথকে দলীয় কর্মীদের সংযত করার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাতে তৃণমূলের তরফে জারি এক বিবৃতিতে জানানো হয়, পরিকল্পনামাফিক বাইরে থেকে দুষ্কৃতী ভাড়া করে এনে তাণ্ডব চালিয়েছে বিজেপি।
ভাগনী মমতাকেই প্রধানমন্ত্রী দেখতে চান মামা
ঘটনার পর থেকেই ধরপাকড় শুরু করে পুলিস। পুলিসের দাবি, সিসিটিভি ফুটেজ দেখে বুধবার পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকেই বিজেপি নেতা-কর্মী। এর পরই এদিন বিকেলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানাল বিজেপি।
বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বুধবার বলেন, 'গতকাল কাঁথিতে যে হিংসা হয়েছে সেব্যাপারে নির্বাচন কমিশনকে জানানো হবে। বাস্তব ছবিটা আমরা কমিশনের সামনে তুলে ধরতে চাই। আমাদের বহু কর্মী এখনো নিখোঁজ। গতকালের সভার পর তাঁরা বাড়িতে ফেরেননি।'