প্রকাশ্য রাস্তায় বিজেপি কর্মীর ওপর হামলা, অভিযোগের তিরে তৃণমূল

ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় প্রথমে শীতলকুচি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় কোচবিহার মেডিক্যালে কলেজ ও হাসপাতালে। 

Updated By: Mar 18, 2019, 04:34 PM IST
প্রকাশ্য রাস্তায় বিজেপি কর্মীর ওপর হামলা, অভিযোগের তিরে তৃণমূল

নিজস্ব প্রতিবেদন: বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তির মারে জখম বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় প্রথমে শীতলকুচি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় কোচবিহার মেডিক্যালে কলেজ ও হাসপাতালে। এখন সেখানেই চিকিত্সাধীন রয়েছেন তিনি। সূত্র মারফত খবর বরেন বর্মন নাম ওই ব্যক্তি বিজেপির কর্মী। আক্রান্তের অভিযোগ, এদিন দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে তৃণমূলের কর্মীরা তাঁর ওপর হামলা চালায়। 

আরও পড়ুন: তৃণমূল কর্মীর বাড়িতে আগুন, আঙুল বিজেপির দিকে

বরেন বর্মন জানান, রবিবার রাতে শীতলকুচিতে বিজেপি কর্মী গৌরাঙ্গ পালের বাড়ি থেকে বৈঠক সেড়ে ফিরছিলেন তিনি। হঠাৎ ৩টি বাইক এসে তাঁদের পথ আটকায়। এরপরই এলোপাথাড়ি মারতে থাকে বিরেন বর্মনকে। তাঁর আরও অভিযোগ, এদিন তাঁকে মারতে মারতে তৃণমূলের দলীয় অফিসে নিয়ে যায় ওই দুষ্কৃতিরা। এমনকী খুনেরও হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি আক্রান্তের।  

.