‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ায় বিজেপি কর্মীকে ‘মারধর’ তৃণমূলের
রবিবার রাতে অণ্ডালের দক্ষিণখন্ড গ্রামের বাসিন্দা মন্টু বাগদি নামে এক বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ায় এক বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অণ্ডালের দক্ষিণখণ্ড গ্রামে।
রবিবার রাতে অণ্ডালের দক্ষিণখন্ড গ্রামের বাসিন্দা মন্টু বাগদি নামে এক বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, তৃণমূল নেতা তথা দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত ঘোষ ও তাঁর দলবলের বিরুদ্ধে । স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা অনন্ত ঘোষ নিজেকে এলাকার সর্বময় কর্তা মনে করেন। তাঁর কথা না শুনলেই মারধর বা অত্যাচারের শিকার হতে হয় বলে অভিযোগ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিরোধীদের সর্বদল বৈঠকের প্রস্তাবে সায় তৃণমূলের
যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল নেতা অন্তত ঘোষ। তাঁর দাবি, “আমি রবিবার রাতে এলাকাতেই ছিলাম না। সোমবার সকালেই স্থানীয়দের কাছ থেকে সব কথা শুনলাম।” তৃণমূলকে বদনাম করার জন্যই বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ।