স্বামী 'জয় শ্রী রাম' বলায় স্ত্রীকে বিবস্ত্র করে 'মারধর'

বৃহস্পতিবার নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানের সময় বীরভূমের ধোবাজল গ্রামে এক বৃদ্ধ 'জয় শ্রী রাম' বলে চিৎকার করে। 

Updated By: May 31, 2019, 02:14 PM IST
স্বামী 'জয় শ্রী রাম' বলায় স্ত্রীকে বিবস্ত্র করে 'মারধর'

নিজস্ব প্রতিবেদন:  স্বামী 'জয় শ্রী রাম' বলায় তাঁর স্ত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা বীরভূমে। 

 

বৃহস্পতিবার নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানের সময় বীরভূমের ধোবাজল গ্রামে এক বৃদ্ধ 'জয় শ্রী রাম' বলে চিৎকার করে। অভিযোগ, শুক্রবার সকালে তার স্ত্রী বাড়ির বাইরে জল আনতে গেলে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি সুবোধ মণ্ডল ও তার স্ত্রী নীলিমা মন্ডল তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। বৃদ্ধার আরও অভিযোগ মারধরের সময় তাকে বিবস্ত্র করে দেওয়া হয়েছিল। ঘটনার পর থেকেই তীব্র উত্তেজনা ছড়ায় সাংরা গ্রাম পঞ্চায়েতে। এই মর্মে এদিন সকালে বৃদ্ধ দম্পতি আমোদপুর ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন সাঁইথিয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রশান্ত সাধু। তাঁর দাবি, ''এটা রাজনৈতিক কোনো সংঘর্ষ নয়। পাড়ার টিউবওয়েল থেকে জল নিতে গিয়ে দুই মহিলার ঝামেলা, মারামারি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার সাথে কোনও ভাবেই জড়িত নয়।''

.