বক্সার জঙ্গলে মেলানিস্টিক লেপার্ড

বক্সার জঙ্গলে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ব্ল্যাক প্যান্থারের ছবি।

Updated By: Jan 1, 2021, 05:10 PM IST
বক্সার জঙ্গলে মেলানিস্টিক লেপার্ড

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের গোড়াতেই বক্সায় দেখা গেল ব্ল্যাক প্যান্থার (melanistic colour variant of the leopard)। 

ব্ল্যাক প্যান্থার বিপন্ন প্রজাতির অন্তর্গত (endangered specie) একটি প্রাণী। বক্সা রিজার্ভের জয়ন্তী অঞ্চলের দিকে এই ব্ল্যাক প্যান্থারের বসবাস বলেই জানা যায়।

জানা গিয়েছে, আলিপুরদুয়ার তিন মাস বন্ধ থাকার পরে বক্সার জঙ্গলে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বহু প্রাণীর ছবিই। বিষয়টি নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, 'ক্যামেরায় ধরা পড়েছে ব্ল্যাক পান্থার। ধরা পড়েছে ক্লাউডেড লেপার্ড, হিমালয়ান ব্ল্যাক বেয়ার, ওয়াইল্ড ডগও৷' সার্বিক ভাবে বক্সা জঙ্গলে বন্যপ্রাণীদের সংখ্যা বেড়েছে বলেই দাবি তাঁর।

প্রসঙ্গত, গত বছরের প্রথম দিকেও এই প্রাণীটির অস্তিত্বের কথা জানা গিয়েছিল। ২০২০-র জানুয়ারির মাঝামাঝি বক্সায় একজন ফরেস্ট গাইড সেই সময়ে দু'টি ব্ল্যাক প্যান্থারের ছবি ক্যামেরাবন্দি করেছিলেন।

তবে নতুন বছরে আবার এই ব্ল্যাক প্যান্থার দেখতে পাওয়ার খবরে রীতিমতো উল্লসিত বন্যপ্রাণপ্রেমীরা।

Also Read :চা বাগানে ঘাপটি মেরে বসে চিতাবাঘ! এলাকায় ১৪৪ ধারা জারি বন দফতরের

.