Blast : কোলাঘাটে বাজি কারখানায় আগুন, বিস্ফোরণে জখম ১
এর আগেও ওই এলাকায় বেশ কয়েকবার বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
নিজস্ব প্রতিবেদন : বাজি কারখানায় বিস্ফোরণ। গুরুতর জখম ১। বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামে। বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই গ্রামে বেশকিছু পরিবার আতসবাজি বানানোর কাজের সঙ্গে যুক্ত। সামনে কালীপাজো আসছে। তাই দিনরাত এক করে জোরকদমে এখন বাজি তৈরির কাজ চলছিল গ্রামে। সেইসময়ই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিতাই বেরা নামে এক বাজি কারিগরের গোডাউনে কাজ চলছিল। কাজ চলাকালীনই কোনওভাবে আগুন লেগে যায়। তারপরই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।
বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছেন নিতাই বেরা নামে ওই বাজি কারিগর। প্রসঙ্গত, এর আগেও ওই এলাকায় বেশ কয়েকবার বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যারপর পুলিস বেআইনি বাজি কারখানাগুলি বন্ধ করে দিয়েছিল। কিন্তু বাজি কারিগররা ফের মাঠের মাঝখানে বাড়ি তৈরি করে বাজি বানানোর কাজ শুরু করে দিয়েছে।