ক্যানেল নিখোঁজ ব্যক্তির দেহ

আজিমুল হক নামে ওই ব্যক্তি লাটাগুড়ির দোমোহনী এলাকার বাসিন্দা ছিলেন।

Updated By: Jan 18, 2019, 12:16 PM IST
ক্যানেল নিখোঁজ ব্যক্তির দেহ

 নিজস্ব প্রতিবেদন: ক্যানেলের জল থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার।  শুক্রবার সকালে  মালবাজারের লাটাগুড়িগামী ক্যানেল থেকে ওই ব্যাক্তির  মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃতের নাম আজিমুল হক।

আরও পড়ুন: মমতার ডাকে ব্রিগেডে তারকা সমাবেশ, নেত্রীর পাশে থাকছেন ২২ হেভিওয়েট, দেখুন একনজরে...

আজিমুল হক নামে ওই ব্যক্তি লাটাগুড়ির দোমোহনী এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার  কাডে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের তরফে সম্ভাব্য সব জায়গায় খোঁজ শুরু করা হয়। আত্মীয়দের বাড়িতেও খোঁজ নেওয়া হয়। শুক্রবার সকালে ক্যানেলের  পাশে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে, পুলিস গিয়ে দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ভোর ৪টে থেকে পুলিস, বহুতলের ছাদে কমান্ডো, ১৯’র ব্রিগেডে নজিরবিহীন নিরাপত্তা

আজিমুলের পরিবারের সদস্যরা থানায় গিয়ে শণাক্ত করা হয়। দেহের পাশ থেকে একটি দড়ি ও গামছা উদ্ধার হয়েছে। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুন করে দেহ ফেলে রাখা হয়েছে। তদন্তে নেমেছে পুলিস। যদিও কেন খুন করা হল আজিমুলকে, সেব্যাপারে স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না পরিবারের সদস্যরা।

Tags:
.