ঠাকুরনগরে কৌটো ভর্তি বোমা উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
বনগাঁর ঠাকুরনগরের ঠাকুরবাড়ি ক্যাম্পাসের মধ্যে থেকে উদ্ধার হল ছয় কৌটো বোমা। শনিবার কামনা সাগরের পাশে একটি নির্মীয়মান বিল্ডিংএর মধ্যে থেকে কৌটো ভর্তি বোমাগুলি উদ্ধার করে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: খন্ডঘোষের পর একই দিনে বনগাঁর ঠাকুরনগরের ঠাকুরবাড়ি ক্যাম্পাসের মধ্যে থেকে উদ্ধার হল ছয় কৌটো বোমা। শনিবার কামনা সাগরের পাশে একটি নির্মীয়মান বিল্ডিংএর মধ্যে থেকে কৌটো ভর্তি বোমাগুলি উদ্ধার করে পুলিস। এরপর বোম্ব স্কোয়াডকে ডেকে সেগুলো নস্ট করা হয়েছে ইতিমধ্যেই। তবে কীভাবে ওই ক্যাম্পাসে বোমা এল, এই ঘটনায় কারা যুক্ত রয়েছে বা কী কারণে বোমা রেখে গিয়েছে তারা, তা এখনও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিস।
আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নারায়ণগড়, গুরুতর আহত ১৬
এলাকায় ভোট মিটে গিয়েছে, তবু আবহাওয়া এখনও উত্তপ্ত। ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। অন্যদিকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, রাত পোহালেই রাজ্যের ৮ আসনে ষষ্ঠদফার ভোট। নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রেখেছে কমিশন। তবে এসবের মাঝেও অব্যাহত দুষ্কৃতিদের তাণ্ডব।