জলের তোড়ে ভাঙল নদীর উপরের সেতু, বিচ্ছিন্ন কয়েকশো মানুষ

প্রশাসনসূত্রে জানা গিয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Updated By: Jun 30, 2021, 05:01 PM IST
জলের তোড়ে ভাঙল নদীর উপরের সেতু, বিচ্ছিন্ন কয়েকশো মানুষ

নিজস্ব প্রতিবেদন: মালবাজার মহকুমার মেটেলি ব্লকের আইভিল চা-বাগানের জরিফ লাইন যাওয়ার রাস্তায় পড়ে জাহাদি নদী। দু'দিনের ভারী বৃষ্টির জেরে এবার ওই নদীর উপরে থাকা সেতুটি ভেঙে গেল। 

এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে জরিফ লাইনের কয়েকশো মানুষ। দীর্ঘদিন ধরেই সেতুটি বেহাল ছিল। এলাকার জনগণ দীর্ঘদিন ধরেই সেতুটি মেরামতির দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তাঁদের অভিযোগ, কোনও কাজই হয়নি। বেহাল সেতুর (River Bridge) উপর দিয়েই ঝুঁকি নিয়ে জনগণকে যাতায়াত করতে হত দিনের পর দিন। 

আরও পড়ুন: টানা বৃষ্টিতে ধস গরুবাথানে, বন্ধ লাভা-লোলেগাঁও যাওয়ার রাস্তা

এবার দু'দিনের একটানা বৃষ্টির জেরে জল বাড়ল জাহাদি নদীতে। জলের তোড়েই সেতুটি ভেঙে পড়ল। জরিফ লাইনের সঙ্গে একমাত্র যোগাযোগের রাস্তা ছিল ওটিই। সেতু ভেঙে যাওয়ায় জরিফ লাইনের সঙ্গে বাগানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। 

মেটেলি পুলিস-সহ (Police) স্থানীয় জনপ্রতিনিধিরা ওই এলাকা পরিদর্শন করেছেন। প্রশাসনসূত্রে জানা গিয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: টানা বৃষ্টির জেরে ফুঁসছে মালবাজারের মূর্তি নদী

.