মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতে রেললাইন পার, অতঃপর...

তাঁত শিল্পী সুমন আসলে দক্ষিণ দিনাজপুরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে তিনি কালনার সমুদ্রগড়ে থাকতেন।

Updated By: Dec 11, 2018, 07:03 PM IST
মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতে রেললাইন পার, অতঃপর...

 নিজস্ব প্রতিবেদন:  মায়ের সঙ্গে ফোন কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন ব্যবসায়ী। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে কালনার সমুদ্রগারের জালুই ডাঙা গ্রামে। মৃতের নাম সুমন রায়।  

আরও পড়ুন: বন্ধুর সঙ্গে নিউ দিঘায় বেরাতে গিয়ে হোটেলে অস্বাভাবিক মৃত্যু পর্যটকের

তাঁত শিল্পী সুমন আসলে দক্ষিণ দিনাজপুরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে তিনি কালনার সমুদ্রগড়ে থাকতেন। প্রত্যেকদিনই দুবার করে ফোনে মায়ের সঙ্গে কথা বলতেন তিনি। মঙ্গলবার বিকালেও সুমনকে ফোন করেছিলেন তাঁর মা। ফোনে কথা বলতে বলতেই লাইন পার হচ্ছিলেন সুমন।  উল্টোদিক থেকে ট্রেন চলে এলেও, তিনি খেয়াল করেননি।

আরও পড়ুন: মুকুল, জয়প্রকাশদের সঙ্গেই বৈঠক করতে হবে রাজ্যকে, স্পষ্ট জানাল হাইকোর্ট

প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁকে কয়েকবার সাবধান করা হয়েছিল। ফোনে কথা বলায় অনেক ডাকাডাকিতেও সতর্ক হননি সুমন। হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় সুমনের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

.