Video: অতিরিক্ত যাত্রীর চাপ? কাটোয়ায় উলটে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১

পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে কাটোয়া শহরের দিকে যাচ্ছিল বাস'টি। ভিড়ের চাপে দরজা কিছুটা খোলা ছিল। এমনকী,  ছাদেও বসেছিলেন যাত্রীরা! 

Updated By: Jan 8, 2023, 08:39 PM IST
Video: অতিরিক্ত যাত্রীর চাপ? কাটোয়ায় উলটে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১

সন্দীপ ঘোষচৌধুরী: ফাঁকা রাস্তা। স্বাভাবিক গতিতেই আসছিল যাত্রীবোঝাই বাস। ডানদিকে ঘুরে চোখের পলকে উলটে গেল! ঘটনাস্থলেই মৃত্যু হল ১ জনের। আহত কমপক্ষে ৫০। কাটোয়ায় এমনই ভয়াবহ দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন সাড়ে ৩টে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে কাটোয়া শহরের দিকে যাচ্ছিল এক যাত্রীবোঝাই বাস। ভিড়ের চাপে দরজা কিছুটা খোলা। এমনকী, ছাদেও বসেছিলেন যাত্রীরা! প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাটোয়া শহরের কিছুটা আগে ন'নগর মোড়ে আচমকাই বাসটি উলটে যায়! বাসের ভিতরে আটকে পড়েন যাত্রীরা। প্রথমে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিস।

আরও পড়ুন: Kulti Coal Mine Accident: সাতসকালে ভেঙে পড়ল খনির ছাদ, ধসে চাপা পড়ে গেলেন ধসে কমপক্ষে ২৫ জন!

আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। একজনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ৮ জনের শরীরের একাধিক হাড় ভেঙেছে! মৃত ব্য়ক্তি বাসের ছাদের বসেছিলেন। বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন তিনি।

কীভাবে দুর্ঘটনা? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্রেফ অতিরিক্ত যাত্রী নয়, আইন না মেনে বাসের ছাদেও বসেছিলেন অনেকে। সঙ্গে রিসোলিং টাওয়ার! শেষপর্যন্ত বাসের 'মিনপাতি' ভেঙে যায়। যারজেরে ঘটে বিপত্তি। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.