৩ বার পাল্টি খেয়ে উল্টে গেল বাস, মারিশদায় ভয়ঙ্কর দুর্ঘটনা

দিঘা ঘাটালগামী বাসটি পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইতে একটি বেসরকারি বাসকে পাশ কাটাতে গিয়েছিল। 

Updated By: Jan 11, 2019, 01:45 PM IST
৩ বার পাল্টি খেয়ে উল্টে গেল বাস, মারিশদায় ভয়ঙ্কর দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদন: দিঘার অদূরের মারিশদায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় জখম ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি।

বিক্ষোভের জেরে কলকাতায় বন্ধ হল 'দ্যা অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর শো

দিঘা ঘাটালগামী বাসটি পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইতে একটি বেসরকারি বাসকে পাশ কাটাতে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একে রাস্তা সম্প্রসারণ চলছে, তারওপর বাসটির গতিবেগও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসের পিছনের চাকা একটি গর্তে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিন বার পাল্টি খায় বাসটি।

আরও পড়ুন, বিপাকে পর্দার মনমোহন সিং, অনুপম খেরের বিরুদ্ধে দায়ের এফআইআর

প্রাথমিকভাবে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করতে শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আহতদের প্রত্যেককে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়ছে।  শোনা গিয়েছে, এক শিশুর মাথায় লোহার রড ঢুকে গিয়েছে।

.