ছিনতাইয়ে বাধা, হাওড়ার বঙ্কিম সেতুতে গুলিতে খুন মাছ ব্যবসায়ী
পেশায় মাছ ব্যবসায়ী তারক ভুঁইঞা হাওড়ার বাকসাড়ার বাসিন্দা। প্রায় প্রত্যেকদিনই হাও়ডা বাজারে মাছ কিনতে যান তিনি।
নিজস্ব প্রতিবেদন: ছিনতাইয়ে বাধা। হাওড়া স্টেশনের পাশে বঙ্কিম সেতুতে মাছ ব্যবসায়ীকে গুলি করে খুন। মৃতের নাম তারক ভুঁইঞা। সাতসকালেই ব্যস্ত এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পেশায় মাছ ব্যবসায়ী তারক ভুঁইঞা হাওড়ার বাকসাড়ার বাসিন্দা। প্রায় প্রত্যেকদিনই হাও়ডা বাজারে মাছ কিনতে যান তিনি। এদিন সকালে মাছ কিনে ফেরার পথে বঙ্কিম সেতুর ওপর কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। তাঁর হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। তিনি বাধা দেওয়ায় দুষ্কৃতীরা গুলি করে।
কাঁকিনাড়ায় সাতসকালেই বোমাবাজি, পুলিসকে ঘিরে বিক্ষোভ
ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন মাত্র ৫ হাজার টাকা নিয়েই বাজারে গিয়েছিলেন তিনি। পুলিসের অনুমান, দুষ্কৃতীরা ভেবেছিল সম্ভবত ব্যাগে অনেক টাকা থাকতে পারে। তা থেকেই গুলি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।