উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, করিমপুরে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ জয়প্রকাশের

লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের পর এবার উপনির্বাচনে ফের বড় পরীক্ষা তৃণমূলের।  আজ ভোট নেওয়া হচ্ছে করিমপুর, খড়গপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা আসনে

Updated By: Nov 25, 2019, 08:06 AM IST
উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, করিমপুরে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ জয়প্রকাশের

নিজস্ব প্রতিবেদন :  রাজ্যের ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হল। সকালে কুয়াশা থাকায় প্রথম দিকে বুথে সেভাবে ভোটদাতাদের লম্বা লাইন চোখে পড়েনি। তবে ধীরে ধীরে ঘরে থেকে বের হচ্ছেন মানুষজন। নিরাপত্তার কথা মাথায় রেখে তিন কেন্দ্রেই মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

সাতসকালেই করিমপুরে থানারপাড়া ৩৯ নম্বর বুথে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর অভিযোগ, ওই বুথে বিজেপির ২ এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।  গণেশ মণ্ডল নামে এক বিজেপি এজেন্টকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।  বীরেন্দ্রনাথ বিশ্বাস নামে অন্য এক এজেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

খড়গপুর সদরের পাঁচবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ৯২ নম্বর বুথে ইভিএম খারাপের জন্য ভোট গ্রহণ শুরু করা যায়নি।

লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের পর এবার উপনির্বাচনে ফের বড় পরীক্ষা তৃণমূলের।  আজ ভোট নেওয়া হচ্ছে করিমপুর, খড়গপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা আসনে। তিন কেন্দ্রে হাড্ডাহাডি লড়াইয়ের কথা মাথায় রেখে মোতায়েন করা হয়েছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন-কলকাতা পুলিসের ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ প্রচারে বাংলাদেশের মহম্মদ মিঠুনের ছবি!

করিমপুরে মহুয়া মৈত্র ও খড়গপুরে দিলীপ ঘোষ সাংসদ নির্বাচিত হওয়ায় ওই দুটি আসন ফাঁকা হয়ে যায়। অন্যদিকে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে সেটি খালি হয়।  রাজনৈতিক মহলের মতে করিমপুর ছাড়া অন্য দুটি আসনে জোর লড়াই হবে শাসক দল ও বিরোধীদের মধ্যে।

করিমপুরের অধিকাংশ বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। কালিয়াগঞ্জে পঞ্চাশ শতাংশের কাছাকাছি ও খড়গপুরে পঞ্চাশ শতাংশেরও বেশি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। তিন আসনের ৩১০টি বুথে থাকবেন মাইক্রো অবজার্ভার।

করিমপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে খুশি হলেও কালিয়াগঞ্জ ও খড়্গপুরের জন্য আরও বাহিনীর আবেদন জানিয়েছেন শিশির বাজোরিয়া। রবিবার বিকেলে নির্বাচন কমিশনের সিইও-র সঙ্গে দেখা করে আবেদন জানান তিনি। পাশাপাশি কালিয়াগঞ্জে পেপারের ভিতর লিফলেট বিলি করা হয়েছে। যেখানে ওপিনিয়ন পোলে এগিয়ে রাখা হয়েছে তৃণমূল প্রার্থীকে। এই নিয়েও অভিযোগ জানানো হয়েছে কমিশনে।

আরও পড়ুনদিলীপের 'ছোট মন' কটাক্ষের পাল্টা 'ইতর, চতুষ্পদ প্রাণি' বলে আক্রমণ তৃণমূলের

শিশির বাজোরিয়ার আরও অভিযোগ, করিমপুরে ডেমো ইভিএম-এ প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী। খড়্গপুরে এসডিপিও-কে ৮ দিন আগে সরানো হলেও, তারপরেও তিনি এলাকায় শাসকদলের হয়ে কাজ করছেন বলে সিইও-র কাছে অভিযোগ করেন তিনি। সিইও সব দিক খতিয়ে দেখার আশ্বাস দেন বিজেপি প্রতিনিধি দলকে। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দিল্লির সঙ্গেও কথা বলবেন বলে জানান তিনি।

 

.