Canning: পারিবারিক অশান্তির জের, স্ত্রীর কান ছিঁড়লো স্বামী!
অভিযোগ বিয়ের কয়েক বছর স্বামী এবং স্ত্রীর মধ্যে আর্থিক অনটন নিয়ে অশান্তি চলত। অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পেতে গত দুই মাস আগে ওই বধু তাঁর তিন ছেলেমেয়ে কে নিয়ে বাপের বাড়িতে চলে যায়।
![Canning: পারিবারিক অশান্তির জের, স্ত্রীর কান ছিঁড়লো স্বামী! Canning: পারিবারিক অশান্তির জের, স্ত্রীর কান ছিঁড়লো স্বামী!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/21/456762-canning.png)
প্রসেনজিৎ সরদার: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর কান ছিঁড়লো স্বামী। থানায় অভিযোগ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর। তদন্তে পুলিস।
নিজের স্ত্রীকে কে মারধোর করে তাঁর কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠলো খোদ স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধু ইতিমধ্যে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিস।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে প্রায় ১০ বছর আগে বসিরহাট দক্ষিণ আমুলিয়া গ্রামের দীপা মন্ডলের বিয়ে হয় ক্যানিংয়ের হাটপুকুরিয়া মন্ডল পাড়ার আলিফার মন্ডলের সঙ্গে। দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
অভিযোগ বিয়ের কয়েক বছর স্বামী এবং স্ত্রীর মধ্যে আর্থিক অনটন নিয়ে অশান্তি চলত। অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পেতে গত দুই মাস আগে ওই বধু তাঁর তিন ছেলেমেয়ে কে নিয়ে বাপের বাড়িতে চলে যায়।
আরও পড়ুন: Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর
ঘুঁটিয়ারী শরীফ এলাকায় ওই বধুর বাবা-মা ভাড়া বাড়িতে বসবাস করেন। সেখানেই থাকতে শুরু করেন ওই বধু। এরপর পেটের তাগিদে কলকাতার পার্ক সার্কাস এলাকায় একটি কোম্পানীতে কাজ নেয় ওই বধু। অভিযোগ সেখানে গিয়েও অত্যাচার করতে থাকে তার স্বামী। ওই বধুকে বেধড়ক মারধর করে কান ছিঁড়ে নেয় বলে অভিযোগ।
আরও পড়ুন: Locket Chatterjee: হনুমান পুজো করতে এসে 'চোর, চোর' স্লোগান শুনলেন লকেট!
এরপর ওই বধু তাঁর বাপের বাড়ি ঘুটিয়ারী শরীফে ফিরে আসে। পরিবারের লোকজন তড়িঘড়ি ওই বধুকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর ওই বধু নিজেই ক্যানিং থানায় গিয়ে তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মহিলার অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)