Bengal News LIVE Update: মহাকাশ থেকে রামমন্দিরের ছবি প্রকাশ ইসরোর!

Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে 

Last Updated: Sunday, January 21, 2024 - 19:02
Bengal News LIVE Update: মহাকাশ থেকে রামমন্দিরের ছবি প্রকাশ ইসরোর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

21 January 2024, 19:00 PM

অযোধ্যার রামলালার জন্য ১১০ কেজি 'চিনি আতপ চাল'(গোবিন্দভোগ) পাঠালেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যে ১০১ কেজি সুন্দরবনের মধু পাঠিয়েছেন দিলীপ ঘোষ।

21 January 2024, 16:00 PM

21 January 2024, 16:00 PM

ভারত-মায়ানমার সীমান্তে এবার কাঁটাতারের বেড়া! ভিসা ছাড়া অবাধ যাতায়াত বন্ধ করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। কেন? উত্তর-পূর্বের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের জঙ্গি কার্যকলাপ রুখতেই এই সিদ্ধান্ত।

21 January 2024, 16:00 PM

ফের বিয়ের পিঁড়িতে শোয়েব মালিক। প্রাক্তনকে নবজীবনে জন্য় শুভকামনা জানালেন সানিয়া মির্জা। 

21 January 2024, 15:45 PM

রাত পোহালেই আসবে সেই মাহেন্দ্রক্ষণ! প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার। পূর্ব মেদিনীপুর থেকে লক্ষ লক্ষ টাকা ফুল গিয়েছে অযোধ্য়ায়। সেই ফুল ব্যবহার করা হয়েছে নবনির্মিত রাম মন্দির সাজানো কাজে। খুশি জেলার ফুল চাষী ও ব্যবসায়ীরা।

21 January 2024, 15:00 PM

উত্তর আফগানিস্তানে ভেঙে পড়ল একটি বিমান। সেটিকে প্রথম ভারতের বলা হলেও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে বলা হয়েছে সেটি ভারতের নয়। মরক্কোর। মস্কো যাওয়ার পথে সেটি ভেঙে পড়ে আফগান-চিন সীমান্তে।

21 January 2024, 15:00 PM

রাম মন্দিরের ছবি প্রকাশ করল ইসরো

21 January 2024, 11:30 AM

রাতের অন্ধকারে এলাকায় মন্দিরে বোমাবাজি, যার জেরেই চাঞ্চল্য এলাকায় সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার সুভাষ নগর তাল বেতাল সংঘ এলাকায়।

21 January 2024, 11:30 AM

বয়স যদি হয় ১৮, দেশ গড়ার দায়িত্ব তোমারও। এই বার্তাকে সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম তোলার প্রচারে সাতসকালে সাইকেল র‌্যালীর আয়োজন হলো পুরুলিয়ায়। 

21 January 2024, 11:30 AM

আগামীকাল অযোধ্যা শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। সেই উন্মাদনা আজ দেখা গেল হাওড়াতে। উত্তর হাওড়ার নমক গোলা ঘাট থেকে ছাতু বাবু রাম সীতা মন্দির পর্যন্ত একটি বিশাল শোভাযাত্রা করেন রামভক্তরা।

21 January 2024, 11:30 AM

রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে দীপাবলীর থেকে বেশি প্রদীপের বরাত পেয়েছেন মৃৎশিল্পীরা। সামাল দিতে মাটি মাখাতে যন্ত্রের ব্যবহারে বাধ্য হয়েছেন তারা। 

21 January 2024, 11:30 AM

রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রার পথসভা বন্ধ করে দেওয়ার অভিযোগ নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

 

21 January 2024, 11:30 AM

গোসাবা থেকে নদীপথে SUCI কর্মী সমর্থকরা। লেনিনের মৃত্যু শতবর্ষে শহীদ মিনারের সমাবেশে যোগ দেওয়ার জন্য কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন।

 

21 January 2024, 11:30 AM

অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দির চত্বরে সাফাই অভিযান করলো যুব মোর্চা। উপস্থিত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডা. জয়ন্ত কুমার রায়ও।

 

21 January 2024, 09:45 AM

অযোধ্যার‌ রাম মন্দিরের পরিবেশ‌ গড়ে তোলার চেষ্টা হচ্ছে জলপাইগুড়িতেও।‌ রাম‌ মন্দির প্রাণ‌ প্রতিষ্ঠার‌ মধ্য দিয়ে বিরাট অনুষ্ঠানের‌ আয়োজন করা হয়েছে জলপাইগুড়ির বড় গোশালা‌ মন্দিরে।‌ শুরু হয়েছে রামকথা‌র অনুষ্ঠান। 

 

21 January 2024, 09:45 AM

শ্রীরামপুরে সাড়ে তিনশ বছরের প্রাচীন রাম সীতা মন্দির রয়েছে অনাদরে। সংস্কারের উদ্যোগ পুরসভার।

21 January 2024, 09:45 AM

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর কান ছিঁড়লো স্বামী। থানায় অভিযোগ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর। তদন্তে পুলিস

 

21 January 2024, 08:30 AM

সন্ধ্যে নামলেই শিয়ালের দখলে গোটা গ্রাম,রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ছাগল,মুরগি, হাঁস মুখে নিয়ে চম্পট দেয় শিয়াল। এমনকি মানুষকে একা পেয়ে তার ওপর হামলা করতে ছাড়েনা শিয়ালরা। তার আক্রমণে আহত এক ব্যাক্তি। শিয়ালের দাপাদাপির আতঙ্কে সন্ধে নামলেই কার্যত গৃহবন্দী কালনার মন্তেশ্বরের মাঝের গ্রাম,খাদরা,সহ  কাইগ্রামের বাসিন্দারা। 

21 January 2024, 08:30 AM

ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা জলপাইগুড়ি। ঠান্ডা যুব জেলাবাসি। কয়েকদিন থেকে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রী আশপাশে ঘোরাফেরা করছে। 

21 January 2024, 08:30 AM

রবিবার সাত সকালে রেল শহর খড়্গপুরের বোগদা স্টেশন সংলগ্ন এলাকায় যা চক্রে দিলীপ ঘোষ। সেখানেই একাধিক বিষয়ের রাজ্য সরকারকে কড়া নিশানা সাংসদের। ২২ তারিখ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উদ্দেশ্যে মেদিনীপুর, খড়গপুর সহ বিভিন্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না পুলিস। এই প্রসঙ্গে পুলিশের প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিলীপ ঘোষের।