বর্ধমানে ভয়াভহ গাড়ি দুর্ঘটনা, একটুর জন্য বাঁচল প্রাণ
প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, এক ভবঘুরে মহিলাকে বাঁচাতে গিয়েই এই বিপত্তি। লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যাণ্ডে ধাক্কা মারে।
নিজস্ব প্রতিবেদন: গাড়ি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বর্ধমানে। রবিবার ভোররাতে বর্ধমানের কার্জনগেটের সামনে একটি ১৪ চাকার পাথার বোঝাই লরি ট্রাফিক আইল্যাণ্ডে ধাক্কা মারে।এরপর দুমরে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, এক ভবঘুরে মহিলাকে বাঁচাতে গিয়েই এই বিপত্তি। লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যাণ্ডে ধাক্কা মারে। দুর্ঘটনায় জখম হয় ওই ভবঘুরেও। তাকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: ভাঙড়ে কৌটো বোমা বিস্ফোরণে আহত ২ কিশোরী
লরিটি বর্ধমান স্টেশনের দিক থেকে জিটি রোড ধরে বীরহাটার দিকে যাচ্ছিল। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী বর্ধমান শহরে সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বড় যানবাহন চলাচল বন্ধ থাকে।
কাজেই ফাঁকা রাস্তায় দুর্ঘটনা ঘটায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি।