আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস, ধৃত ৩

বিহার থেকে গাড়ি ছিনতাই করে পশ্চিমবঙ্গের আসানসোলে নিয়ে এসেছিল। 

Updated By: Feb 7, 2021, 03:24 PM IST
আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস, ধৃত ৩
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন :  আন্তঃরাজ্য গাড়ি পাচারকারী চক্রের তিনজনকে গ্রেফতার করল কুলটি থানার পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি স্করপিও গাড়ি, অগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিস। তাতেই এই চক্রের হদিস মেলে। শেষমেশ পুলিসের জালে ধরা পড়ে আন্তঃরাজ্য গাড়ি পাচারকারীর  তিনজন। ধৃতরা হল রাজেন কুমার, বিকাশ কুমার, সুশীল কুমার। জানা গিয়েছে, বিহারের মুঙ্গেরের বাসুদেবপুর থানা এলাকার বাসিন্দা ধৃতরা। সেখান থেকে গাড়ি ছিনতাই করে পশ্চিমবঙ্গের আসানসোলে নিয়ে এসেছিল। 

শনিবার গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুরের এক পেট্রোল পাম্পের কাছ থেকে তাদের গ্রেফতার করে কুলটি থানার পুলিস। অন্যদিকে বিহার পুলিসও এসেছে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য। গাড়ির মালিক মহম্মদ শাহেনশাহ জানিয়েছেন, অভিযুক্তরা বাসুদেবপুর থানা এলাকায় তাঁকে বন্দুক ঠেকিয়ে হাত-মুখ বেঁধে ফেলে রেখে গাড়ি নিয়ে চম্পট দেয়। কোনওরকমে বাঁধন খুলে বিহারের বাসুদেবপুর থানায় গিয়ে অভিযোগ জানান তিনি।

আরও পড়ুন, মসিহা আবদুস, হতদরিদ্র মানুষদের জন্য ঝাঁ চকচকে আধুনিক হাসপাতাল গড়লেন প্রত্যন্ত কালিকাপুরে

.