Suvendu Adhikari: এতক্ষণ ধরে কেন জাতীয় সঙ্গীত? শুভেন্দুর বিরুদ্ধে থানায় TMC নেতা

অভিযুক্তের তালিকায় বিজেপির আরও বেশ কয়েকজন নেতা-নেত্রী। 

Updated By: Apr 6, 2022, 10:08 PM IST
Suvendu Adhikari: এতক্ষণ ধরে কেন জাতীয় সঙ্গীত? শুভেন্দুর বিরুদ্ধে থানায় TMC নেতা

নিজস্ব প্রতিবেদন: জাতীয় সঙ্গীত (National Anthem) গেয়ে এবার বিপাকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন কাঁথি পঞ্চায়েত সমিতি সভাপতি, তৃণমূল নেতা প্রদীপ গায়েক। বাদ গেলেন না বিধায়ক সুমিতা সিনহা, অরূপ দাস-সহ আরও বেশ কয়েকজন বিজেপি নেতা-নেত্রীও।

ঘটনাটি ঠিক কী? গত ২৯ মার্চ লাগামছাড়া পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁথিতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে যুব তৃণমূল কংগ্রেস।  অনুষ্ঠান শেষে রিনা দাস ভুল জাতীয় সঙ্গীত গেয়েছেন বলে অভিযোগ। তখন আবার মঞ্চে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের এক প্রাক্তন ও বর্তমান মন্ত্রী, এমনকী কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান! ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।

এই ঘটনার পর আসরে নামে বিজেপি। সোমবার একই জায়গায় তৃণমূল কাউন্সিলরের 'ভুল' জাতীয় গাওয়ার প্রতিবাদে সংশোধনী সভা হয়। মঞ্চে বিজেপি নেতা-নেত্রীদের সঙ্গে জাতীয় সঙ্গীতে গলা মেলান বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীও। কাঁথি পঞ্চায়েত সমিতি সভাপতি, তৃণমূল নেতা প্রদীপ গায়েকের অভিযোগ, নির্ধারিত ৫২ সেকেন্ড নয়, বরং ১ মিনিট ধরে জাতীয় সঙ্গীত গেয়েছেন শুভেন্দু। সেকারণেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

 

 

আরও পড়ুন: Chopra: পুলিস না শোধরালে বেঁধে রেখে সবক শেখাব, প্রকাশ্য জনসভায় নিদান তৃণমূল বিধায়কের

এর আগে, 'ভুল' জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে তৃণমূল কাউন্সিলর রিনা দাসের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন BJP নেতা, শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, 'বিকৃত'ভাবে গেয়ে জাতীয় সঙ্গীতের আবমাননা করা হয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.