কোচবিহারে ডাকঘর দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআই

কোচবিহারে ডাকঘর দুর্নীতির অভিযোগে তদন্তে নামল সিবিআই। চব্বিশ ঘন্টায় ধারাবহিক ভাবে ডাকঘর দুর্নীতির খবর প্রচার হয়। খবরের জেরে ডাক কর্তৃপক্ষ তদন্ত করার জন্য সিবিআই-এর শরণাপন্ন হয়। শুক্রবার মূল অভিযুক্ত রহিমূল খন্ডরকারের বাড়িতে হানা দেয় সিবিআই। চব্বিশ ঘণ্টায় দুর্নীতি খবর দেখানোর পর থেকেই বেপাত্তা রহিমুল খন্ডরকার। সিবিআই তদন্তকারী অফিসারদের প্রাথমিক ধারণা শুধু রহিমুল নয়, দূর্নীতিতে জড়িয়ে রয়েছে আরও অনেকে।

Updated By: Jun 2, 2017, 11:18 PM IST
কোচবিহারে ডাকঘর দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআই

ওয়েব ডেস্ক: কোচবিহারে ডাকঘর দুর্নীতির অভিযোগে তদন্তে নামল সিবিআই। চব্বিশ ঘন্টায় ধারাবহিক ভাবে ডাকঘর দুর্নীতির খবর প্রচার হয়। খবরের জেরে ডাক কর্তৃপক্ষ তদন্ত করার জন্য সিবিআই-এর শরণাপন্ন হয়। শুক্রবার মূল অভিযুক্ত রহিমূল খন্ডরকারের বাড়িতে হানা দেয় সিবিআই। চব্বিশ ঘণ্টায় দুর্নীতি খবর দেখানোর পর থেকেই বেপাত্তা রহিমুল খন্ডরকার। সিবিআই তদন্তকারী অফিসারদের প্রাথমিক ধারণা শুধু রহিমুল নয়, দূর্নীতিতে জড়িয়ে রয়েছে আরও অনেকে।

এদিকে, জলপাইগুড়িতে ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ক্রিকেট খেলতে গিয়ে মাথায় প্লাস্টিকের বল দিয়ে আঘাত পায় বছর এগারোর অর্জুন অধিকারী। অসুস্থ অর্জুনকে ভর্তি করা হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। সেখানেই আজ তার মৃত্যু হয়। ছাত্রের মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রানিনগর বড়ুয়া পাড়ায়। (আরও পড়ুন- পড়ুয়াদের জনসেবার উদ্দেশ্য নিয়ে রাজনীতির আঙিনায় আসার ডাক মমতার )

.