রাজীবকে বাগে আনার রণনীতি ঠিক করতে দায়িত্ব নিয়ে আজই কলকাতায় আসতে পারেন সিবিআই প্রধান

দায়িত্ব নিয়েই কলকাতায় আসছেন সিবিআইয়ের নবনিযুক্ত ডিরেক্টর ঋষি কুমার শুক্লা। পশ্চিমবঙ্গে সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিসের সংঘাতে পরিস্থিতি সামাল দিতে সোম বা মঙ্গলবার কলকাতায় আসতে পারেন তিনি। কলকাতায় সিবিআইয়ের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 

Updated By: Feb 4, 2019, 09:07 AM IST
রাজীবকে বাগে আনার রণনীতি ঠিক করতে দায়িত্ব নিয়ে আজই কলকাতায় আসতে পারেন সিবিআই প্রধান

নিজস্ব প্রতিবেদন: দায়িত্ব নিয়েই কলকাতায় আসছেন সিবিআইয়ের নবনিযুক্ত ডিরেক্টর ঋষি কুমার শুক্লা। পশ্চিমবঙ্গে সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিসের সংঘাতে পরিস্থিতি সামাল দিতে সোম বা মঙ্গলবার কলকাতায় আসতে পারেন তিনি। কলকাতায় সিবিআইয়ের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 

চিটফান্ডকাণ্ডের তদন্তে কলকাতার পুলিস কমিশনারের বাসনভবনে সিবিআই হানার পর উদ্ভূত অভূতপূর্ব পরিস্থিতি সামাল দিতে কলকাতায় আসতে পারেন সিবিআইয়ের ডিরেক্টর। ১৯৮৩ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসারের ঋষি কুমার শুক্লাকে গত শনিবার সিবিআইয়ের নতুন প্রধান হিসাবে নিয়োগ করে ক্যাবিনেট কমিটি। বর্তমানে মধ্যপ্রদেশ আবাসন করপোরেশনের চেয়ারম্যান তিনি। এর আগে মধ্যপ্রদেশের ডিজির দায়িত্বে ছিলেন তিনি। 

মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে মমতা, দলে দলে হাজির তৃণমূল সমর্থকরাও

রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ চিটফান্ডকাণ্ডে কলকাতার নগরপালকে জেরা করতে তাঁর কলকাতার বাসভবনে পৌঁছন সিবিআইয়ের প্রায় এক ডজন আধিকারিক। নগরপালের বাসভবনে ঢুকতে বাধা পান তাঁরা। এর পর তাঁরা পার্ক স্ট্রিট থানায় গিয়ে নথি দেখিয়ে নগরপালকে জেরার অনুমতি চান। পার্ক স্ট্রিট থানার তরফে জানানো হয় পুলিস কমিশনারের বাসভবন তাদের এলাকাভুক্ত নয়। এর পর শেক্সপীয়র সরণি থানায় যান সিবিআই আধিকারিকরা। সেখানে তাঁদের আটক করে রাখা হয় অভিযোগ। এরই মধ্যে কলকাতা পুলিসের ডাকাতি দমন শাখার একদল আধিকারিক প্রায় গায়ের জোরে নগরপালের বাসভবনের সামনে অবস্থানরত সিবিআই আধিকারিকদের তুলে নিয়ে শেক্সপীয়র সরণি থানায় আসেন। বেশ কিছুক্ষণ আটক থানার পর গভীর রাতে মুক্তি দেওয়া হয় তাদের।     

.