সিসিটিভি ফুটেজেই ক্লু, শালিমারে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৩
ঘটনার পরেই দুষ্কৃতীদের ছবি দিয়ে বিভিন্ন এলাকার পুলিসকে সতর্ক করা হয়।
নিজস্ব প্রতিবেদন: শালিমারে তৃণমূল নেতা খুনে তিনজনকে গ্রেফতার করল পুলিস। আটক করা হয়েছে ওই তিনজনকে। পুলিস সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত ভিকি সিং-সহ তিনজনকে চিহ্নিত করা হয়। ঘটনার পরেই দুষ্কৃতীদের ছবি দিয়ে বিভিন্ন এলাকার পুলিসকে সতর্ক করা হয়। বিহার লাগোয়া জাতীয় সড়কে শুরু হয় নাকা চেকিং। তল্লাশিতে পুর্ব বর্ধমান পুলিস ভিকিকে গ্রেফতার করে।
আরও পড়ুন: Shalimar-এ শুটআউট, প্রকাশ্যে TMC নেতাকে গুলি করে খুন দুষ্কৃতীদের
আটক করা হয় দুজনকে। তারা গাড়ি নিয়ে বিহার পালানোর পরিকল্পনা করেছিল বলে জানা গিয়েছে। এরপরেই আরও এক অভিযুক্তকে বাস থেকে গ্রেফতার করা হয়। হাওড়া থেকেই গ্রেফতার হয় আরও এক জন। অন্যদিকে এখনও থমথমে গোটা এলাকা।
আরও পড়ুন: বাসে ভাঙচুর-বাইকে আগুন, TMC নেতা খুনে অগ্নিগর্ভ Howrah
বন্ধ দোকানপাট। কয়েকটি রুটের বাস পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিসবাহিনী। গতকাল শালিমার তিন নম্বর গেট এলাকায় যুব তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংয়ের মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এরপরেই বোটানিক্যাল গার্ডেন এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।