জেস্কপো-র সাফল্য বাতলে দেবে ‘রেনেসাঁস’
ইতিমধ্যেই এই পত্রিকার ১০ হাজার কপি বিতরণ করা হয়েছে। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, মুর্শিদাবাদ ইন্সস্টিটিউট অফ টেকনোলজি, বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ছাত্র সংসদে এই পত্রিকা পাওয়া যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: হাতে আর মাত্র ২ মাস। তারপরই পলিটেকনিক কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (জেক্সপো) নেবে রাজ্য সরকার। কীভাবে নেবেন তার প্রস্তুতি? কীভাবে সাফল্য আসবে? এবার বাতলে দেবে ‘রেনেসাঁস’।
বিষয়টি ঠিক কী?
সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক ছাত্র সংসদের উদ্যোগে ‘রেনেসাঁস’নামে একটি পত্রিকা প্রকাশিত হল। বার্ষিক এই পত্রিকায় পলিটেকনিক ভর্তির প্রবেশিকা পরীক্ষা বিষয়ক নানা তথ্য থাকবে। পত্রিকার সম্পাদক তথা সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজের প্রাক্তনী তন্ময় ঘোষ বলেন, ‘দুঃস্থ পরিবারের অনেক ছাত্রছাত্রীই আলাদা করে জেক্সপো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন না। এই পত্রিকা থেকে তাঁরা পরীক্ষা সংক্রান্ত নানা তথ্য পাবেন। কীভাবে প্রস্তুতি নিতে হবে, সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হবে। তাঁদের। আশা করি, পরীক্ষার্থীদের সঠিক পথেই চালিত করবে এই পত্রিকা।‘
আরও পড়ুন: কন্যার নতুন শ্রী ‘রূপশ্রী’
ইতিমধ্যেই এই পত্রিকার ১০ হাজার কপি বিতরণ করা হয়েছে। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, মুর্শিদাবাদ ইন্সস্টিটিউট অফ টেকনোলজি, বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ছাত্র সংসদে এই পত্রিকা পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: কেন্দ্র ও রাজ্যে প্রতিপক্ষ বিজেপি-ই, দলীয় বৈঠকে বোঝালেন মমতা
প্রসঙ্গত, মঙ্গলবার সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরেই পত্রিকাটি প্রকাশিত করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পলিটেকনিক কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফর্মের সঙ্গেই এই পত্রিকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন সম্পাদক তন্ময় ঘোষ।