রাত বাড়তেই সিজিও কমপ্লেক্স ও নিজাম প্যালেসের দখল নিল কেন্দ্রীয় বাহিনী
এরপরই প্রধানমন্ত্রীর অধীনস্থ কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরের সঙ্গে যোগাযোগ করে সিবিআই। চাওয়া হয় কেন্দ্রীয় বাহিনী।
নিজস্ব প্রতিবেদন : নাটকের পর নাটক। কলকাতা পুলিস বনাম সিবিআই লড়াইয়ে এবার আসরে নামল কেন্দ্রীয় বাহিনী। রাত বাড়তেই সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেসে রাজ্যপুলিসবাহিনী সরিয়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার সন্ধ্যায় কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারের বাড়িতে ঢুকতে সিবিআই আধিকারিকদের বাধা দেয় পুলিস। এরপর রাস্তার ওপর ধস্তাধস্তি, মারপিট বেঁধে যায় কলকাতা পুলিস ও সিবিআই আধিকারিকদের মধ্যে। তারপরই সিবিআই কর্তাদের আটক করে তুলে নিয়ে যাওয়া হয় শেক্সপীয়ার থানায়।আধিকারিকদের ছাড়াতে কলকাতা পুলিসের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন সিবিআই আধিকারিকরা। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। এরপরই প্রধানমন্ত্রীর অধীনস্থ কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরের সঙ্গে যোগাযোগ করে সিবিআই। চাওয়া হয় কেন্দ্রীয় বাহিনী।
West Bengal: Police force of Bidhannagar police leaves from outside the CBI regional office at CGO Complex, Kolkata. pic.twitter.com/iFYitfmh12
— ANI (@ANI) February 3, 2019
West Bengal: Central Reserve Police Force (CRPF) units arrive at CBI regional office at CGO Complex, Kolkata. pic.twitter.com/ii8sCFY4O0
— ANI (@ANI) February 3, 2019
তার কিছুক্ষণ পরই দেখা যায় সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। সেই গাড়ি থেকে নেমে আসেন ১৮ জন জওয়ান এবং একজন আধিকারিক।এক জওয়ান জানান, "তাঁদের নিরাপত্তার জন্য ডাকা হয়েছে। সে জন্যই এসেছেন তাঁরা। ওপর মহলের নির্দেশ মতোই তাঁরা এখানে কাজ করবেন।" নিজাম প্যালেসে সিবিআইয়ের জয়েন্ট ডিরেকটরের বাসভবনে প্রথমে পুলিস মোতায়েন করা হয়। পরে পুলিসবাহিনী সরিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় নিজাম প্যালেসেও।
আরও পড়ুন - পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসন জারির দিকে এগোচ্ছে, বললেন দিলীপ