বৈশাখেই মন্ত্রী হবেন চন্দ্রিমা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ কাঁথি বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যকে বৈশাখেই মন্ত্রী করবেন, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথির উপনির্বাচনের ফলাফল জানার পর ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য মানুষকে ধন্যবাদ জানালেন তিনি। 

Updated By: Apr 13, 2017, 05:06 PM IST
বৈশাখেই মন্ত্রী হবেন চন্দ্রিমা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: দক্ষিণ কাঁথি বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যকে বৈশাখেই মন্ত্রী করবেন, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথির উপনির্বাচনের ফলাফল জানার পর ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য মানুষকে ধন্যবাদ জানালেন তিনি। 

কাঁথি দক্ষিণে উপনির্বাচনের ফলে তৃণমূল-বিজেপি সমঝোতা দেখছে কংগ্রেস। রেজাল্টে দিদিও খুশ, মোদীও খুশ। ব্যঙ্গ করে প্রতিক্রিয়া অধীরের। খাল কেটে কুমির আনছেন দিদি। পরে টের পাবেন। মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বাম ও কংগ্রেসের নীচুতলার নড়বড়ে সংগঠন। সঙ্গে সাম্প্রতিক সময়ের গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। এর ফলেই কাঁথি দক্ষিণে সেকেন্ড বিজেপি। 

.