পাহাড় সফরের দ্বিতীয় দিনে প্রাতঃভ্রমণে মুখ্যমন্ত্রী
মর্নিং ওয়াকের পাশাপাশি পাহাড়ে শিল্প সম্মেলন নিয়ে ঘরোয়া আলোচনাও সেরে নিলেন মুখ্যমন্ত্রী। পথ চলার পাশাপাশিই কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাঁদের অভাব-অভিযোগের কথা শুনলেন। কখনও বা নেহাতই মজার ছলেই কথা বললেন তাঁদের সঙ্গে।
নিজস্ব প্রতিবেদন: পাহাড়েও গিয়েই প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। ট্রেটমার্ক সুতির শাড়ি, তারপরও সবুজ শাল গায়ে জরিয়ে বেরিয়ে পড়লেন। ম্যাল হয়ে পাহাড়ের পাকদণ্ডী দিয়ে ঘুরলেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। সঙ্গী সমতল থেকে যাওয়া শিল্পপতিদের দল। সেদলে রয়েছেন শিল্পোদ্যোগী সঞ্জয় বুধিয়া।
আরও পড়ুন: বাঘ ধরতে গিয়েই রহস্যজনকভাবে মৃত্যু হল দুই বনকর্মীর
মর্নিং ওয়াকের পাশাপাশি পাহাড়ে শিল্প সম্মেলন নিয়ে ঘরোয়া আলোচনাও সেরে নিলেন মুখ্যমন্ত্রী। পথ চলার পাশাপাশিই কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাঁদের অভাব-অভিযোগের কথা শুনলেন। কখনও বা নেহাতই মজার ছলেই কথা বললেন তাঁদের সঙ্গে।
আরও পড়ুন: গয়না বন্ধক রেখে টাকা ধার, আত্মহত্যার চেষ্টা নবম শ্রেণির ছাত্রী
মঙ্গলবার থেকে পাহাড়ে দুদিনের শিল্প সম্মেলন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখোমুখি হবে পাহাড় ও সমতলের শিল্পমহল। পাহাড়ের অর্থনীতিকে চাঙ্গা করতে, বিভিন্ন শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। লগ্নি টানতে গুরুত্ব পাবে চা এবং পর্যটন শিল্প। অর্কিড রফতানি ও পাহাড়ের সংস্কৃতিকেও বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ নিয়ে কথা হবে।