বাচ্চাদের ঝামেলা থামাতে গিয়েএকে অপরকে অস্ত্রের কোপ অভিভাবকদের!
ক্যানিংয়ের উত্তরঙ্গবেড়িয়ার প্রতিবেশী বাপি হালদার ও বিশ্বজিত্ হালদার। দুই পরিবারের বাচ্চাদের খেলা নিয়ে গণ্ডগোল হয় রবিবার।
নিজস্ব প্রতিবেদন: দুই বাচ্চার মধ্যে ঝগড়া, আর তাতেই জড়িয়ে গেলেন অভিভাবকরা।সেখান থেকেই দুই পরিবারের বচসা, ধারালো অস্ত্রের কোপে জখম দুই। দক্ষিণ চব্বিশপরগণার ক্যানিং এর উত্তরঙ্গ বেড়িয়ায় ঘটনা।
আরও পড়ুন: মালদহে বেসরকারি হোটেলেই অমিত শাহ-র হেলিপ্যাড, বিকল্প পথ খুঁজল বঙ্গ বিজেপি
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যানিংয়ের উত্তরঙ্গবেড়িয়ার প্রতিবেশী বাপি হালদার ও বিশ্বজিত্ হালদারের মধ্যে আপাত সুসম্পর্ক ছিল । দুই পরিবারের বাচ্চাদের খেলা নিয়ে রবিবার গণ্ডগোলের সূত্রপাত। বাচ্চাদের ঝামেলা থামাতে গিয়ে দুই পরিবারের বড়রা তাতে জড়িয়ে যান। কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে।
আরও পড়ুন: মুখ ফসকে বেরিয়ে গেল বেফাঁস কথা! ব্রিগেডে মমতাকে অস্বস্তিতে ফেললেন একমাত্র এই হেভিওয়েট নেতা
সেই গন্ডগোলের জেরেই একপরিবার অন্য পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বাপি হালদার ও বিশ্বজিত্ হালদার । তাঁদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । বিশ্বজিত্ হালদারের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাপি হালদার ক্যানিং হাসপাতালে চিকিত্সাধীন । ক্যানিং থানায় দুই পরিবারের তরফেই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে পুলিস।